Close Menu
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • Blog
    Facebook X (Twitter) Instagram YouTube
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
    • Job Study
    EduQuest24EduQuest24
    Home » এইচএসসি ব্যবস্থাপনা ১ম পত্র চূড়ান্ত সাজেশন ২০২৫ (PDF)
    এইচএসসি সাজেশন ২০২৫

    এইচএসসি ব্যবস্থাপনা ১ম পত্র চূড়ান্ত সাজেশন ২০২৫ (PDF)

    EduQuest24By EduQuest24May 22, 2025Updated:May 23, 2025No Comments10 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    HSC Business Organisation 1st Paper Suggestion
    HSC Business Organisation 1st Paper Suggestion
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    HSC Business Organisation 1st Paper Suggestion PDF: আজকে আমরা ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য নিয়ে আসলাম HSC Business Organisation 1st Paper Suggestion। এই সাজেশনটি বিগত সালের বোর্ড প্রশ্ন ও শীর্ষস্থানীয় কলেজের প্রশ্নপত্র বিশ্লেষণ করে প্রস্তুত করা হয়েছে। ১০০% কমন ও খুবই ছোট সাজেশন তাই তাড়াতাড়ি শেষ করতে পারবে। HSC Business organisation 1st Paper Suggestion পিডিএফ ডাউনলোড করার আগে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেখে নেওয়া যাক।


    HSC Business Organisation 1st Paper Suggestion 2025

    ১। জনাব শ্যামল পৈতৃক জমিতে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফলের চাষ শুরু করলেন। ইতোমধ্যে তিনি ফল চাষে ব্যাপক সফলতা অর্জন করেন। এখন তার বাগানের ফল দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়। এমতাবস্থায় তিনি আরও ৫০ বিঘা জমি লিজ নিয়ে ফল চাষ করেন। তিনি আশা করছেন এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে ফল বিক্রির মাধ্যমে প্রচুর মুনাফা করবেন। যা তাকে সমাজে প্রতিষ্ঠিত হতে সহায়ক হবে।

    ক. পণ্য বিনিময় কী?

    খ. ব্যবসায়ের কোন কাজ স্থানগত উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা করো।

    গ. উদ্দীপকের জনাব শ্যামলের কর্মকাণ্ড কোন ধরনের প্রাথমিক শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো।

    ঘ. “রপ্তানি বাণিজ্য জনাব শ্যামলের আশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে।”- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

    ২। জনাব তালেব ইউটিউব দেখে বাড়ির ছাদে ছোট পরিসরে মুক্তা চাষ শুরু করলেও বর্তমানে আরো তিনটি পুকুরে মুক্তার চাষ করছেন। প্রথম দিকে কিছু সমস্যা দেখা দিলে তিনি বিভিন্ন মুক্তা চাষিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন। তিনি বিভিন্ন আকৃতির মুক্তা চাষ করেন যা বিভিন্ন অলংকার প্রস্তুতকারী প্রতিষ্ঠানে বিক্রয় করে থাকেন। অনেক আগ্রহী বেকার যুবক-যুবতীদের তিনি হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করে থাকেন।

    ক. পর্যায়িতকরণ কী?

    খ: ব্যবসায় একটি স্বাধীন পেশা- ব্যাখ্যা করো।

    গ. উদ্দীপকে জনাব তালেবের কাজটি কোন শিল্পের অন্তর্গত? বর্ণনা করো।

    ঘ. উদ্দীপকে জনাব তালেবের কাজটি জাতীয় উন্নয়নে কি গুরুত্বপূর্ণ? যুক্তিসহ মতামত দাও।

    ৩। জনাব জামাল একজন মাছ ব্যবসায়ী। তিনি সারাবছর ধরে জেলেদের মাধ্যমে সাগর থেকে মাছ ধরেন। এ মাছগুলো তিনি দেশের অভ্যন্তরেই বিক্রি করেন। এজন্য তার ব্যবসায়ে লাভ কম হয়। তিনি তার ব্যবসায়কে সম্প্রসারিত করতে চাচ্ছেন, যাতে তিনি সময়ে সময়ে দেশের বাইরে মাছ রপ্তানি করতে পারেন। কিন্তু অর্থের অভাবে তা করতে পারছেন না।

    ক. অভ্যন্তরীণ বাণিজ্য কী?

    খ. শিল্প বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

    গ. উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো।

    ঘ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির অর্থগত সমস্যার সমাধান কীভাবে দিতে পারবে? যুক্তি দাও।

    ৪। জনাব আনিসের চাঁদপুরের কচুয়ায় একটি সুপারশপ রয়েছে। তিনি ক্রেতাদের চাহিদা ও রুচি অনুযায়ী বিভিন্ন পণ্য সংগ্রহ করেন। সংগৃহীত পণ্যগুলোকে আকার, কোয়ালিটি ও ওজনের ভিত্তিতে ভাগ করে মান অনুযায়ী তা বিভিন্ন সেল্ফ (Shelf) সাজিয়ে রাখেন। ক্রেতারা সহজেই তাদের পছন্দমতো পণ্য ক্রয় করতে পারে বলে তার দোকানে সবসময় ক্রেতার সমাগম থাকে। তিনি এখন একজন সফল ব্যবসায়ী। (HSC Business Organisation 1st Paper Suggestion)

    ক. সামাজিক ব্যবসায় কী?

    খ. মুনাফাকে ঝুঁকি গ্রহণের প্রতিদান বলা হয় কেন? ব্যাখ্যা করো।

    গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের অভ্যন্তরীণ ব্যবসায়? ব্যাখ্যা করো।

    ঘ. জনাব আনিসের সফলতায় ব্যবসায়ের কোন্ কাজের অবদান সবচেয়ে বেশি বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

    ৫। রফিক তার বন্ধু মিজানের শহরে বেড়াতে এসেছে। এটি ব্যবসা- বাণিজ্যের জন্য বিখ্যাত। রাস্তা দিয়ে চলার সময়ে সে লক্ষ করল শহরের রাস্তার পাশের ড্রেনে প্রচুর ময়লা-আবর্জনা এবং খালে প্লাস্টিক বর্জ্যে ভরপুর। তাছাড়া নগরায়ণের নামে সারি সারি বিল্ডিং-এর আস্তানা গড়ে ওঠেছে। শহরে বিশ্রাম নেওয়ার তেমন কোনো জায়গা নেই। সে তার বন্ধুকে নিয়ে শহরের পরিত্যক্ত জায়গায় গাছ লাগাবার উদ্যোগ নেয়।

    ক. প্রাকৃতিক পরিবেশ কী?

    খ. সামাজিক পরিবেশ বলতে কী বোঝায়? –

    গ. উদ্দীপকে মিজানের বন্ধু রফিকের ‘গাছ লাগানোর বিষয়টি কোন পরিবেশের অন্তর্গত? ব্যাখ্যা করো।

    ঘ. পরিবেশের ভারসাম্য রক্ষায় মিজানের এই উদ্যোগটি কতটুকু সফলতার মুখ দেখবে বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো।

    ৬। জনাব সুমন নীলফামারীর সৈয়দপুরে একটি শাড়ির কারখানা স্থাপন করেন। ব্যাংক ঋণ ও মেধা খাটিয়ে তিনি ব্যবসায়টিকে এগিয়ে নিচ্ছেন সরকারের সহযোগিতা পেলে তিনি ভবিষ্যতে দেশের শাড়ি বিদেশে রপ্তানি করতে পারবেন।

    ক. ব্যবসায় পরিবেশ কী?

    খ. ব্যবসায় উদ্যোগ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

    গ. জনাব সুমনের ব্যবসায় সফলতায় পরিবেশের কোন উপাদানের ভূমিকা সর্বাধিক? ব্যাখ্যা করো।

    ঘ. জনাব সুমন যে পরিবেশের ওপর ভিত্তি করে ব্যবসায় সম্প্রসারণের কথা চিন্তা করছেন তার যথার্থতা বিশ্লেষণ করো।

    ৭। বাংলাদেশ ধীরে ধীরে শিল্পের ক্ষেত্রে এগিয়ে চলেছে। তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বিশ্বে আমাদের অবস্থান দ্বিতীয়। রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক পোশাক কর্মীর মৃত্যুর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সেদেশে বাংলাদেশি পণ্য আমদানির ক্ষেত্রে প্রদত্ত কোটা সুবিধা বাতিল করে। এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

    ক. জনশক্তি কোন পরিবেশের উপাদান?

    খ. প্রযুক্তিগত পরিবেশ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

    গ. উদ্দীপকে যুক্তরাষ্ট্রের কোটা বাতিলের বিষয়টি কোন পরিবেশের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।

    ঘ. ‘রানা প্লাজার ঘটনা দেশের পোশাক শিল্পের পরিবেশের ক্ষেত্রে একটি বড় ধাক্কা’- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

    ৮। মি. রহমান সাহেব ঢাকার নিউমার্কেটে একটি ব্যবসায় পরিচালনা করেন। তিনি তার দোকান থেকে পাইকারি ও খুচরা দুইভাবে বিক্রয় করেন। মি. রহমান সাহেব নিজেকেই বিভিন্ন পরিস্থিতিতে তার নিজের সিদ্ধান্ত নিয়ে থাকেন। যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি চাকুরি না করে এই ব্যবসায় পরিচালনা করছেন। (HSC Business Organisation 1st Paper Suggestion)

    ক. দেউলিয়া বলতে কী বোঝ?

    খ. একমালিকানা ব্যবসায় সহজ বিলুপ্তি হয় কেন?

    গ. মি. রহমান সাহেব মালিকানার ভিত্তিতে কোন ধরনের ব্যবসার ব্যাখ্যা করো।

    ঘ. মি. রহমান চাকুরি না করে ব্যবসায় করার সিদ্ধান্তের যৌন্তিকতা করো।

    ৯। স্বাধীনচেতা বেকার যুবক জনাব রক্তিম ২০ হাজার টাকা ধার করে মোট ৬০ হাজার টাকার পণ্যসামগ্রী ক্রয় করে মনিহারি দোকান সাজিয়ে ব্যবসায় শুরু করেন। স্বল্প পুঁজির কারণে তার দোকানে পর্যাপ্ত পণ্যসামগ্রী নেই। ফলে তিনি প্রায়ই ক্রেতার চাহিদা পূরণে ব্যর্থ হন। এতে তিনি যেসব পণ্য সরবরাহ করতে পারেন না, তার একটি তালিকা প্রস্তুত করেন। পরবর্তীতে ঐসব পণ্য দোকানে রাখেন। কিছু দিনের মধ্যেই বিক্রয় বৃদ্ধি পায় এবং ক্রমেই তিনি ব্যবসায়ে সফলতা লাভকরেন।

    ক. বাণিজ্য কী?

    খ. সরকারি-বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসায় কেন গড়ে ওঠে? ব্যাখ্যা করো।

    গ. একমালিকানা ব্যবসায়ের কোন বৈশিষ্ট্য উদ্দীপকে বর্ণিত ব্যবসায়ীকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে সাহায্য করেছে? বর্ণনা করো।

    ঘ. উদ্দীপকের বর্ণিত পরিস্থিতিতে একমালিকানা ব্যবসায় নির্বাচন করার সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো।

    ১০। জনাব তুহিন সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করে এক লক্ষ টাকা নিয়ে একক মালিকানায় একটি মুদির দোকান দেন। ব্যবসায়ে ব্যাপক ক্রেতার সাড়া পাওয়ায় তার একার পক্ষে ব্যবসায় পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। তাই তিনি তার চাচাতো ভাই কুহিনকে ছয় হাজার টাকা বেতন দেওয়ার শর্তে নিয়োগ করে ব্যবসায় পরিচালনা করেন। কিছুদিনের মধ্যে প্রতিষ্ঠানে পর্যাপ্ত মুনাফা হয়। ফলে কুহিন মুনাফার অংশ দাবি করেন। কিন্তু তুহিন প্রত্যাখ্যান করেন।

    ক. একমালিকানা ব্যবসায়ের পরিচালক কে?

    খ. একমালিকানা ব্যবসায়কে স্বাধীন ব্যবসায় বলা হয় কেন? ব্যাখ্যা করো।

    গ. উদ্দীপকে একমালিকানা ব্যবসায়ের কোন বৈশিষ্ট্য ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো।

    ঘ. জনাব তুহিন কর্তৃক কুহিনের দাবি প্রত্যাখ্যানের মূল বিশ্লেষণ করো।

    ১১। তৈরি পোশাক বিক্রেতা মি. আলম স্বল্প পুঁজির কারণে ব্যবসায়ে সাফল্য লাভে ব্যর্থ হয়ে মি. জলিলকে একজন অংশীদার হিসেবে নিতে আগ্রহ প্রকাশ করেন। মি. জলিল ব্যবসায়ের কেবল মূলধন বিনিয়োগ করেন কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করেন না। ব্যবসায়টি ভালোই চলছিল। কিছুদিন চলার পর মি. আলম আদালতে দেউলিয়া ঘোষিত হয়।

    ক. একমালিকানা ব্যবসায় কী?

    খ. অংশীদারি ব্যবসায়ে চুক্তিপত্র প্রয়োজন কেন?

    গ. জনাব জলিল কোন ধরনের অংশীদার ব্যাখ্যা করো।

    ঘ. উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টির বিলোপসাধন ঘটবে কী? তোমার মতামত দাও।

    ১২। তুর্য, শিলা, ইফতি ও রানা চুক্তির ভিত্তিতে পাঁচ বছর মেয়াদি একটি পার্সেল ডেলিভারি ব্যবসায় আরম্ভ করলেন। তারা প্রচলিত আইনে তাদের সংগঠনটি নিবন্ধন করেনি। সম্প্রতি তাদের একজন দেনাদারের কাছ থেকে পাওনা ৮০,০০০ টাকা বার বার তাগাদা দেওয়া সত্ত্বেও আদায় করা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে তারা আদালতের আশ্রয় নিতে গেলে আইনজীবী মামলা করতে পারবে না বলে জানিয়ে দেন। (HSC Business Organisation 1st Paper Suggestion)

    ক. সাধারণ অংশীদারি ব্যবসায় কি?

    খ. নাবালক কি অংশীদার হতে পারে? ব্যাখ্যা করো।

    গ. উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি কোন ধরনের অংশীদারি ব্যবসায়? ব্যাখ্যা করো।

    ঘ. কেন অংশীদারগণ পাওনা আদায়ে আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হচ্ছে? ১৯৩২ সালের অংশীদারি আইনের আলোকে তোমার মতামত দাও।


    আরো পড়ুন:

    এইচএসসি মনোবিজ্ঞান ১ম পত্র চূড়ান্ত সাজেশন

    এইচএসসি কৃষিশিক্ষা ২য় পত্র শর্ট সাজেশন

    এইচএসসি কৃষিশিক্ষা ১ম পত্র শর্ট সাজেশন


    ১৩। তানিয়া, জিনিয়া, জুঁই ও ঝুমুর ৪ জন পড়াশোনা ও প্রশিক্ষণ শেষ করে একটি অংশীদারি ব্যবসায় শুরু করার জন্যে চুক্তি করতে চায়। এজন্য তারা চুক্তিপত্রের একটি খসড়া তৈরি করে। তারা অংশীদারি আইন ১৯৩২ অনুসারে তাদের প্রয়োজনীয় বিষয়গুলো চুক্তিপত্রে অন্তর্ভুক্ত করেছে। তারা পারস্পরিক বিশ্বাস ও আস্থাকে চুক্তির মূল বলে মেনে নিয়েছে। এখানে চুক্তিকে তাদের ব্যবসায়ের মূলভিত্তি হিসেবে গণ্য করেছে।

    ক. যোগ্যতাসূচক শেয়ার কী?

    খ. কোম্পানির ‘কৃত্রিম সত্তা’ তাৎপর্যপূর্ণ কেন?

    গ. তানিয়া, জিনিয়া, জুঁই ও ঝুমুরের অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রটি নতুনভাবে উপস্থাপন করো।

    ঘ. উদ্দীপকে বর্ণিত চার বন্ধু মিলে যে ব্যবসায় শুরু করবে বলে চুক্তি করেছে তার বিষয়বস্তুগুলো কী হওয়া উচিত বিশ্লেষণ করো?

    ১৪। ‘বারী অ্যান্ড কোং’ একটি পাবলিক লি. কোম্পানি। কোম্পানিটি স্টক এক্সচেঞ্জের একটি তালিকাভুক্ত সদস্য। প্রতিষ্ঠানটি গত তিন বছর যাবৎ সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের বিধিবদ্ধ সঞ্চিতির পরিমাণও সন্তোষজনক। কোম্পানি নতুন একটি ব্যবসায় স্থাপনের লক্ষ্যে রাজারে শেয়ার ইস্যু না করে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।

    ক. বোনাস শেয়ার কী?

    খ. কোম্পানির স্মারকলিপি বলতে কী বোঝায়?

    গ. উদ্দীপকে ‘বারী অ্যান্ড কোং কোন প্রকৃতির কোম্পানি ব্যাখ্যা করো।

    ঘ. উদ্দীপকের বারী অ্যান্ড কোং বাজারে শেয়ার ইস্যু করে কীভাবে মূলধন সংগ্রহ করতে পারে? অভিমত দাও ।

    ১৫। আমীন ম্যানুফ্যাকচারিং লিমিটেড নিবন্ধনপত্র পাওয়ার পর জনগণের কাছে শেয়ার বিক্রির জন্য তাদের প্রয়োজনীয় তথ্য সম্বলিত একটি দলিল তৈরি করে নিবন্ধকের কাছে জমা দেয়। নিবন্ধক উক্ত দলিল অনুমোদন করে তাদের উৎপাদনে যাওয়ার অনুমতি দেয়। অনুমতি পাওয়ার দেড় বছরের মধ্যেও তারা উৎপাদনে না যাওয়ায় আদালত তাদের প্রতিষ্ঠানটি বিলুপ্ত ঘোষণা করে।

    ক. বিধিবদ্ধ সভা কী?

    খ. চলতি মূলধনের জন্য স্বল্পমেয়াদি উৎসই উত্তম কেন?

    গ. আমীন ম্যানুফ্যাকচারিং কোং কে কোন দলিল বই তৈরি করতে হয়েছে? ব্যাখ্যা করো।

    ঘ. উদ্দীপকের কোম্পানি সংগঠনটির ধরন বিবেচনা করে আদালতের গৃহীত কার্যক্রমের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

    ১৬। আসাদ তার এলাকার ৫০ জন ব্যক্তিকে নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব ন্যায্যমূল্যে কেনার উদ্দেশ্যে একটি সমবায় সমিতি গঠন করেন। বছর শেষে সমিতির অর্জিত মুনাফা হয় প্রায় ৫ লক্ষ টাকা। সদস্যরা এ মুনাফা ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

    ক. বহুমুখী সমবায় সমিতি কী?

    খ. সমবায় সমিতিকে কেন মিতব্যয়ী হতে হয়?

    গ. উদ্দীপকের সমিতিটি সদস্যদের প্রকৃতি বিচারে কোন ধরনের? ব্যাখ্যা করো।

    ঘ. উদ্দীপকের সমিতির সদস্যরা কী পদ্ধতি অনুসরণ করে মুনাফা বণ্টন করবে? তোমার মতামত দাও।

    ১৭। আশাপুর গ্রামের ৫০ জন প্রান্তিক কৃষক নিজেদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়ার জন্য আইনগত সত্তাবিশিষ্ট একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এ প্রতিষ্ঠানের মাধ্যমে তারা উৎপাদনের উপকরণ সংগ্রহ এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণ করে থাকেন। ফলে প্রতিষ্ঠানটি অল্প সময়ে প্রচুর পরিমাণে মুনাফা ও মূলধন বাড়াতে সমর্থ হয়। বর্তমানে তারা উৎপাদন বৃদ্ধির জন্য সংরক্ষিত তহবিলের অর্থ দিয়ে আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং উচ্চ ফলনশীল বীজ ক্রয়ে একমত হতে পারছেন না। ফলে প্রতিষ্ঠানটির অগ্রগতি ব্যাহত হচ্ছে। (HSC Business Organisation 1st Paper Suggestion)

    ক. সমবায় সমিতি কী?

    খ. ‘ঐক্যই শক্তি’ সমবায়ের মূলনীতি কেন? ব্যাখ্যা করো।

    গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সংগঠন? ব্যাখ্যা করো।

    ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সমস্যা সমাধানে করণীয় সম্বন্ধে তোমার সুপারিশসমূহ যুক্তিসহ বর্ণনা করো।

    ১৮। ব্যাংক ও ঋণদাতাদের হাত থেকে রক্ষা পাবার উদ্দেশ্যে মনিপুর গ্রামের ৪০ জন কৃষক সোনালী নামক একটি বিধিবদ্ধ সংগঠন গড়ে তোলে। তারা উত্ত প্রতিষ্ঠান থেকে স্বল্প সুদে ঋণ পেয়ে থাকে। বিধি অনুযায়ী তারা মুনাফার সর্বোচ্চ অংশ নিজেদের মধ্যে ভাগ করে দেয়।

    ২০১৪ সাল পর্যন্ত তাদের সংগঠনের মুনাফা নিম্নরূপ –

    ২০১২: ৪,০০,০০০ টাকা

    ২০১৩: ৬,০০,০০০ টাকা

    ২০১৪: ৮,০০,০০০ টাকা

    ২০১৫ সালের শুরুতে তারা বর্তমান পর্যন্ত জমা সম্মিতি তহবিল থেকে ৪ লাখ টাকা দামের পাঁচটি রিকশা কিনে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেয়।

    ক. অবলেখক কে?

    খ. উৎপাদক সমবায় সমিতি বলতে কী বোঝায়?

    গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সংগঠন? ব্যাখ্যা করো।

    ঘ. তুমি কি মনে করো সঞ্চিতি তহবিল হতে পাঁচটি রিকশা ক্রয় করা সম্ভব? যুক্তিসহ ব্যাখ্যা করো।

    ১৯। জনাব মঈন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি মানসম্মত ওষুধ ও চিকিৎসা সামগ্রী উৎপাদন ও তা ন্যায্যমূল্যে বিক্রি করেন। দায়িত্ববোধ থেকে তিনি বিভিন্ন স্থানে ফ্রি-ফ্রাইডে ক্লিনিক চালু করেছেন, যার মাধ্যমে দুস্থদের মাঝে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা দেওয়া হয়। (HSC Business Organisation 1st Paper Suggestion)

    ক. শব্দ দূষণ কী?

    খ. পলিথিন উৎপাদন ও ব্যবহারের কুফল বর্ণনা করো।

    গ. উদ্দীপকে জনাব মঈনের ব্যবসায়িক কাজে কোন ধরনের মানদণ্ড লক্ষণীয়? ব্যাখ্যা করো’।

    ঘ. উদ্দীপকে জনাব মঈন যে পক্ষের প্রতি দায়িত্ব পালন করেছেন তার যথার্থতা মূল্যায়ন করো।

    ২০। হাজারীবাগে সসিকা লি: নামক চামড়া কারখানার মালিক জনাব রহমান। প্রতিষ্ঠানটি পণ্যের প্রক্রিয়াজাতকরণে ক্ষতিকারক দিক বিবেচনায় তিনি সুষ্ঠু কর্মপরিবেশ গড়ে তুলতে সচেষ্ট। তিনি তার কারখানায় ফ্যান, আসবাবপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়সমূহের পর্যাপ্ততা নিশ্চিত করেন। কর্মীরাও তার কাজে সন্তুষ্ট হয়ে সর্বোচ্চ সেবা দেয়। এতে তার কারখানায় পণ্যমান ও গুণাগুণ বজায় থাকে।

    ক. CSR এর পূর্ণরূপ লেখো?

    খ. খাদ্যে রাসায়নিক ব্যবহারের কুফল বর্ণনা করো।

    গ. সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টির দ্বারা জনাব রহমান ব্যবসায়ের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেছেন? ব্যাখ্যা করো।

    ঘ. উদ্দীপকে ব্যবসায় পরিচালনায় জনাব রহমান কোন ধারণাটি মেনে চলেছেন বলে তুমি মনে করো? মতামত দাও।


    এইচএসসি ব্যবস্থাপনা ১ম পত্র চূড়ান্ত সাজেশন ২০২৫ | HSC Business Organisation 1st Paper Suggestion 2025 PDF download

    Download Suggestion
    HSC Business Organisation 1st Paper Suggestion hsc management suggestion এইচএসসি ব্যবস্থাপনা ১ম পত্র চূড়ান্ত সাজেশন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    EduQuest24
    • Website

    Related Posts

    এইচএসসি অর্থনীতি ২য় পত্র চূড়ান্ত সাজেশন ২০২৫ (PDF)

    May 28, 2025

    এইচএসসি অর্থনীতি ১ম পত্র চূড়ান্ত সাজেশন ২০২৫ (PDF)

    May 28, 2025

    HSC উৎপাদন ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন ২০২৫ (PDF)

    May 26, 2025

    HSC উৎপাদন ব্যবস্থাপনা ১ম পত্র সাজেশন ২০২৫ (PDF)

    May 26, 2025

    এইচএসসি ফিন্যান্স ও ব্যাংকিং ২য় পত্র চূড়ান্ত সাজেশন ২০২৫

    May 24, 2025

    এইচএসসি ফিন্যান্স ও ব্যাংকিং ১ম পত্র চূড়ান্ত সাজেশন ২০২৫

    May 24, 2025
    Leave A Reply Cancel Reply

    © 2025 Eduquest24
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.