এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের বহুনির্বাচনি প্রশ্ন (HSC ICT Chapter 3 MCQ) পিডিএফ। HSC ICT Chapter 3 MCQ pdf ফাইলে ১০০% কমন উপযোগী mcq দেওয়া আছে। তাই আর দেরি না করে আমাদের HSC ICT Chapter 3 MCQ question and answer লেকচার শীটটি পড়ে ফেলুন ।।
সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের বহুনির্বাচনি প্রশ্ন (HSC ICT Chapter 3 MCQ)
HSC ICT Chapter 3 MCQ part 01 ( 01-30)
1.শুণ্য এর ব্যবহার ছিল না কোন সংখ্যা পদ্ধতিতে?
রোমান ও ইউরোপিয়ান সংখ্যা পদ্ধতিতে
ভারতীয় ও আরবীয়দের সংখ্যা পদ্ধতিতে
ভারতীয় ও উপমহাদেশে
আরবীয়দের সংখ্যা পদ্ধতিতে
সঠিক উত্তর: রোমান ও ইউরোপিয়ান সংখ্যা পদ্ধতিতে
2. ভগ্নাংশ সংখ্যা সর্বপ্রথম প্রবর্তন হয় কোথায়?
গ্রিকে
ইরাকে
ভারতে
মিসরে
সঠিক উত্তর: মিসরে
3. প্রাচীন ব্যাবিলনের মানুষের বড় সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করতেন?
০২ ভিত্তিক
০৪ ভিত্তিক
৩০ ভিত্তিক
৬০ ভিত্তিক
সঠিক উত্তর: ৬০ ভিত্তিক
4. বাইনারি ডিজিটকে সংক্ষেপে বলে-
বাইট
বিট
কিলোবাইট
বাডিজিট
সঠিক উত্তর: বিট
5. সর্বপ্রথম ইনফিনিটি বা অসীম (∞ ) এর আবিস্কার কে প্রচলন করেন?
পিথাগোরাস
নিউটন
এরিস্টটল
গ্যালিলিও
সঠিক উত্তর: এরিস্টটল
6. বর্তমান গণিতের জন্ম হয়েছে-
অংক থেকে
গণনা থেকে
গণিত থেকে
সংখ্যা থেকে
সঠিক উত্তর: গণনা থেকে
7. কোন সংখ্যা পদ্ধতি শুধু মানের উপর নির্ভর করে না এবং তা অবস্থানের উপর নির্ভর করে?
অক্টাল সংখ্যা পদ্ধতি
বাইনারি সংখ্যা পদ্ধতি
পজিশনাল সংখ্যা পদ্ধতি
নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি
সঠিক উত্তর: পজিশনাল সংখ্যা পদ্ধতি।
8. প্রায় ৫০০ খ্রিস্টাব্দের দিকে এ্যারাবয়ানরা ভারতীয়দের কাছ থেকে কোন পদ্ধতি আয়ত্ত করেন?
বাইনারি সংখ্যা পদ্ধতি
অক্টাল সংখ্যা পদ্ধতি
পজিশনাল সংখ্যা পদ্ধতি
নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি
সঠিক উত্তর: পজিশনাল সংখ্যা পদ্ধতি
9. আরবরা গণনা পদ্ধতিতে আয়ত্ব করেছিলেন কাদের কাছ থেকে?
চীনদের কাছ থেকে
গ্রিকদের কাছ থেকে
ভারতীয়দের কাছ থেকে
মিসরীয়দের কাছ থেকে
সঠিক উত্তর: মিসরীয়দের কাছ থেকে
10. মানুষ কম্পিউটারে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহারে ইনপুট প্রদান করে?
দশমিক সংখ্যা পদ্ধতি
বাইনারি সংখ্যা পদ্ধতি
অকটাল সংখ্যা পদ্ধতি
হেক্সাডেসিমেল
সঠিক উত্তর: দশমিক সংখ্যা পদ্ধতি
11. কম্পিউটার যে সংখ্যা ব্যবহার করে কাজ সম্পূর্ণ করে সে সংখ্যা পদ্ধতি কোনটি-
দশমিক সংখ্যা পদ্ধতি
বাইনারি সংখ্যা পদ্ধতি
অকটাল সংখ্যা পদ্ধতি
হেক্সাডেসিমেল
সঠিক উত্তর: বাইনারি সংখ্যা পদ্ধতি
12. দশমিক সংখ্যা পদ্ধতির বেজ কত?
02 বেজ
08 বেজ
10 বেজ
16 বেজ
সঠিক উত্তর: 10
13. দশমিক সংখ্যা পদ্ধতির অংক কতটি?
16 টি
02 টি
08 টি
10 টি
সঠিক উত্তর: 10
14. প্রাচীন মিসরীয় শিলালিপিতে “⌒” চিহ্ন দ্বারা নিচের কোন দশমিক সংখ্যা প্রকাশ করা হয়।
১
১০
১০০
১০০০০
সঠিক উত্তর: ১০
15. মৌলিক চিহ্ন ব্যবহৃত হয় দশমিক সংখ্যা পদ্ধতিতে-
০৮টি
১০টি
০২টি
১৬ট
সঠিক উত্তর: ১০টি
16. ডেসিমেল ১৬ দ্বারা বাইনরি সংখ্যা পদ্ধতির মান কত?
1010
1110
10000
1111
সঠিক উত্তর: 10000
17. বর্তমান সময়ে আলোচিত IPV6 পদ্ধতিটি নিচের কোন সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে তৈরি?
দশমিক সংখ্যা পদ্ধতি
বাইনারি সংখ্যা পদ্ধতি
অকটাল সংখ্যা পদ্ধতি
হেক্সাডেসিমেল
সঠিক উত্তর: হেক্সাডেসিমেল
18. (AB)16 হেক্সাডেসিমেল সংখ্যার বাইনারি সমতুল্য মান-
(১০১১১০১০)২
(১০১০১০১১) ২
(১০০১০১১০) ২
(১০১১০০০১) ২
সঠিক উত্তর: (১০১০১০১১) ২
19. (১০১০১.১০১)২ সংখ্যাটির অক্টাল মান-
(২৫.৫)৮
(২৪.৫)৮
(৫২)৮
(২৫.৬)৮
সঠিক উত্তর: (২৫.৫)৮
20. (০.২৬) ৮ বাইনারি মান-
(০.১০০১১)২
(০.১০০০১১)২
(০.০১০১১০)২
(০.০১০১০১১০)২
সঠিক উত্তর: (০.০১০১১০)২
21. (১.২৫)১০ বাইনারিতে রুপান্তর করলে কত হবে?
(০.০২৫)২
(১.০১)২
(২.০৫)২
(১০.১)২
সঠিক উত্তর: (১.০১)২
22. কম্পিউটার গণিতে কয়টি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়?
3টি
3টি
4টি
5টি
সঠিক উত্তর: 4টি
23. উপস্থাপন প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে কয়ভাগে ভাগ করা হয়?
2 ভাগে
3 ভাগে
4 ভাগে
6 ভাগে
সঠিক উত্তর: 4 ভাগে
24. (২৮)১০ সংখ্যার অকটাল মান কত?
(৩৪)৮
( ৭৭)৮
(২২)৮
(৬৬)৮
সঠিক উত্তর: (৩৪)৮
25. বাইনারি ১১১১ এর দশমিক মান কোনটি?
১৪
১৫
১৬
১৭
সঠিক উত্তর: ১৫
26. অকটাল সংখ্যা পদ্ধতি ভিত্তি কত?
০২ভিত্তি
১০ভিত্তি
০৮ভিত্তি
১৬ভিত্তি
সঠিক উত্তর: ০৮ ভিত্তি
27. কোন বাইনারি সংখ্যা দশমিক সমতূল্য ৩৬৮?
১০১১১০০০০
১১০১১০০০০
১১১০১০০০০
১১১১০০০০০
সঠিক উত্তর: ১০১১১০০০০
28. (৭৩৪)৮ হেক্সাডেসিমেল সমতুল্য মান-
১. CID
২. DC1
৩. CCD
৪.1DC
সঠিক উত্তর: 1DC
29. দশমিক 84 কে অকটাল সংখ্যায় পরিনত করলে কত হবে?
১২৪
১২৫
১২৭
১২৮
সঠিক উত্তর: ১২৪
30. বাইনারি সংখ্যা ১০১১১ এর পূরক কত?
১১১১১
০০১১১
০১০০০
১১০০০
সঠিক উত্তর: ০১০০০
HSC ICT Chapter 3 MCQ part 02 (31-60)
31.(১১১০১)২ এর দশমিক মান কত?
১৫
১৮
২৯
৩১
সঠিক উত্তর: ২৯
32. ১১০০ ও ১১১ এর বাইনারি যোগ-
১১০০১
১০০১০
১০০১১
১১০১০
সঠিক উত্তর: ১০০১১
33. বাইনারি বিয়োগ কয়টি নিয়ম মেনে চলে-
২টি
৪টি
৩টি
৫টি
সঠিক উত্তর: ৪টি
34. ১০১১ থেকে ১১০ এর বিয়োগফল বাইনারি নিয়মে-
১১০
১১১
১০১
০১১
সঠিক উত্তর: ১০১
35. হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে B ও E এর যোগফল হবে-
(25)16
(F)16
(19)16
(BE)16
সঠিক উত্তর: (19)16
36. হেক্সাডেসিমেল দুটি ডিজিটের যোগফল ১৬ এর নিচে হলে যে সংখ্যা হবে তাই হবে এবং ক্যারি হবে-
০০
০১
১৬
০৬
সঠিক উত্তর: ০০
37. (১.৭৫)১০=()২
(১১.১)২
(১.১১)২
(১.১০১)২
(১.০১১)২
সঠিক উত্তর: (১.১১)২
আরো পড়ুন :
38. (৬৪)৮ এর বাইনারি মান কত?
১১০১০০
১০১০০১
১১০১১০
১১১০০১
সঠিক উত্তর: ১১০১০০
39. চিহ্ন বা সাইনযুক্ত সংখ্যাকে বলে-
চিহ্ন মুক্ত
নম্বর
সাইন্ড নম্বর
বাইনারি নাম্বার
সঠিক উত্তর: সাইন্ড নম্বর
40. চিহ্ন বোঝানোর জন্য সাধারণত ব্যবহার করা হয়-
অতিরিক্ত বাইট
অতিরিক্ত সংখ্যা
অতিরিক্ত নম্বর
অতিরিক্ত বিট
সঠিক উত্তর: অতিরিক্ত বিট
41. বাইনারি সংখ্যাকে কত বিটে প্রকাশ করা হবে তা নির্ভর করে রেজিষ্ট্যারের-
বিটের উপর
শব্দ দৈর্ঘ্যরে উপর
শব্দের উপর
বিটের দৈর্ঘ্যরে উপর
সঠিক উত্তর: শব্দ দৈর্ঘ্যরে উপর
42. 2’s complement এর নির্ণয়ের সূত্র নিম্নরুপ-
1’s complement+1
1’s complement-1
2” + সংখ্যাটি
2” – সংখ্যাটি
সঠিক উত্তর: 1’s complement+1
43. ২৫০ কে বাইনারিতে প্রকাশ করতে গেলে কত বিট প্রয়োজন?
৪বিট
৩বিট
৯বিট
৫বিট
সঠিক উত্তর: ৯বিট
44. BCD কত বিটের কোড?
1বিট
4বিট
9বিট
8বিট
সঠিক উত্তর: 4বিট
45. (469)10 এর BCD মান কত?
(010001101001)BCD
(100001001)BCD
(1001101001)BCD
(1010101010)BCD
সঠিক উত্তর: (010001101001)BCD
46. EBCDIC কত বিটের কোড?
8 বিট
4 বিট
2 বিট
16 বিট
সঠিক উত্তর: 8 বিট
47. তিন বিট বিশিষ্ট বাইনারি কোডকে কী বলে?
অকটাল কোড
হেক্সাডেসিমেল কোড
বাইনারি কোড
অ্যাসকি কোড
সঠিক উত্তর: অকটাল কোড
48. চার বিটের বাইনারি কোডকে কী বলে?
অকটাল কোড
হেক্সাডেসিমেল কোড
বাইনারি কোড
অ্যাসকি কোড
সঠিক উত্তর: হেক্সাডেসিমেল কোড
49. বাইনারি নেগেটিভ সংখ্যা ও বাইনারি পজেটিভ সংখ্যা বুঝানোর জন্য সংখ্যার কোথায় অতিরিক্ত সাইন বিট ব্যবহার করা হয়?
সর্ববামে
ডানদিকে
যেকোন পার্শে
উভয় পার্শে
সঠিক উত্তর: সর্ববামে
50. ঋণাত্মক সংখ্যা কয়টি উপায়ে গঠন করা যায়?
২টি
৩টি
৪টি
৫টি
সঠিক উত্তর: ২টি
51. আসকি কোডে মোট সংকেত সংখ্যা কত?
১২৮
২৫৬
৬৪
৫১২
সঠিক উত্তর: ২৫৬
52. জর্জ বুল কত সালে বুলিয়ান অ্যালজেবরা আবিস্কার করেন?
১৮৫৪
১৯৫৪
১৮৩৪
১৯৮৫
সঠিক উত্তর: ১৮৫৪
53. কত সালে জর্জ বুল গণিত ও যুক্তির মধ্যে সুসম্পর্ক স্থাপন করেন?
১৯২২
১৯৯৫
১৯৮৭
১৮৫৪
সঠিক উত্তর: ১৮৫৪
54. বুলিয়ান অ্যালজেবরায় প্রত্যেক চলকের কয়টি মান থাকে?
০২টি
০৪টি
০৩টি
০৭টি
সঠিক উত্তর: ০২টি
55. বুলিয়ান অ্যালজেবরায় প্রত্যেক চলকের মান নিচের কোনটি সঠিক-
০ ও ১
১ ও ১
০ ও ০
০১ ও ১০
সঠিক উত্তর: ০ ও ১
56. আধুনিক কম্পিউটার ও ডিজিটাল ইলেক্ট্রনিক্সে কয় ধরণের সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়?
২টি
৩টি
৪টি
৫টি
সঠিক উত্তর: ৪টি
57. বুলিয়ান ধ্রবক কাকে বলে?
০ -কে
১ -কে
০ ও ১ কে
কোনটিই নয়
সঠিক উত্তর: ০ ও ১ কে
58. বুলিয়ান অ্যালজেবরায় কয় ধরণের মৌলিক যুক্তিমূলক অপারেশন হয়?
২ ধরনের
৩ ধরনের
৪ ধরনের
৫ ধরনের
সঠিক উত্তর: ৩ ধরনের
59. BCD এর পূর্ণরূপ কী?
Binary Coded Decimal
Binary Coded Dot
Basic Code Decimal
Binary Coded Dollar
সঠিক উত্তর: Binary Coded Decimal
60. যে সকল টেবিল বা সারণির মাধ্যমে বিভিন্ন গেইটের ফলাফল প্রকাশ করা হয় তাকে বলে-
সত্যক
সত্যক সারণি
টেবিল
সারণি
সঠিক উত্তর: সত্যক সারণি
HSC ICT Chapter 3 MCQ part 03 (61-90)
62. ২৩ টি ইনপুট দিলে ধাপ হবে-
02
04
08
16
সঠিক উত্তর: 08
63. A=1, B=0 এবং C=1 হলে
01
10
00
11
সঠিক উত্তর: 00
64. A=0, B=1 এবং C=0 হলে
10
11
01
00
সঠিক উত্তর: 11
65. মৌলিক লজিক গেইট-
২টি
4টি
3টি
5টি
সঠিক উত্তর: 3টি
66. নিচের কোনটি একই ধরনের গেইট?
AND, NOR, NOT
OR, NOT, XNOR
XOR, AND, NOT
AND, NOT, OR
সঠিক উত্তর: AND, NOT, OR
67. AND গেইটে A ও B দুটি ইনপুটই ০ হলে আউটপুট কত হবে?
১
০১
১০
০
সঠিক উত্তর: ০
68. দুটি NOR গেইটে – হিসেবে কাজ করে –
OR গেইট
AND গেইট
NOR গেইট
NAND গেইট
সঠিক উত্তর: OR গেইট
69. NAND গেইটে দুইটি ইনপুটই ১ হলে আউটপুট কত হবে?
১
০১
১০
০
সঠিক উত্তর: ০
70. কোন ধরনের গেইটে দুটি ইনপুটের মান একই মানের জন্য আউটপুট ১ এবং দুটি ভিন্ন মানের জন্য আউটপুট ০ হয়?
AND
NOR
XNOR
XOR
সঠিক উত্তর: XOR
71. XNOR গেইট তৈরির জন্য XOR গেইটের সাথে যুক্ত করতে হয়-
NOT গেইট
NOR গেইট
AND গেইট
OR গেইট
সঠিক উত্তর: NOT গেইট
72. সাধরণত দুটি বিট একই কিনা তা তুলনা করার জন্য কাজে ব্যবহৃত হয়-
XOR গেইট
XNOR গেইট
AND গেইট
OR গেইট
সঠিক উত্তর: ১৯০৭
73. ৮টি ইনপুটের থেকে এনকোডারের আউটপুট পাওয়া যায়-
১৬টি
০৩টি
০২টি
০৪টি
সঠিক উত্তর: ০৩টি
74. যে ডিজিটাল বর্তনীয় মাধ্যমে আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় পরিনত করা হয়, তাকে কী বলে?
ডিকোডার
এনকোডার
উভয়ই
কোনটিই নয়
সঠিক উত্তর: এনকোডার
75. কোন গেইটের ইনপুট দুটি অসমান হলে আউটপুট ১ হবে-
XNOR গেইট
AND গেইট
OR গেইট
XOR গেইট
সঠিক উত্তর: ১৯০৭
76. NAND গেইট – হিসেবে কাজ করে –
দুটি AND গেইট
দুটি NOT গেইট
দুটি OR গেইট
একটি AND গেইট
সঠিক উত্তর: দুটি AND গেইট
77. এককোডারের সাহায্যে যেকোন আলফানিউমেরিক বর্ণকে কোন কোডে পরিণত করা যায়?
Binary কোড
BCD কোড
ASCII কোড
সবগুলোই
সঠিক উত্তর: সবগুলোই
78. বাইনারি নিয়মে গুণ করা মানে –
বার বার যোগ করা
বার বার বিয়োগ করা
বার বার গুণ করা
বার বার ভাগ করা
সঠিক উত্তর: বার বার যোগ করা
79. পূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে করা হয় –
বিয়োগের কাজ
যোগের কাজ
গুণের কাজ
ভাগের কাজ
সঠিক উত্তর: বিয়োগের কাজ
80. যে বর্তনীতে দুটি ইনপুট যোগ করলে ১টি সাম ও ১টি ক্যারি থাকে তাকে বলে –
ফুল অ্যাডার
হাফ অ্যাডার
রেজিস্টার
ডিকোডার
সঠিক উত্তর: হাফ অ্যাডার
HSC ICT Chapter 3 MCQ pdf লেকচার শীটটি ডাউনলোড করুন :