এইচএসসি বাংলা ১ম পত্র তাহারেই পড়ে মনে কবিতার অনুধাবন প্রশ্ন ও উত্তর PDF। তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম ১০০% কমন উপযোগী তাহারেই পড়ে মনে কবিতার অনুধাবন প্রশ্ন ও উত্তর। এগুলো অনলাইনে পড়ার পাশাপাশি তুমি পিডিএফ ডাউনলোড করে অফলাইনে পড়তে পারবে । তাহলে চলো, শুরু করি তাহারেই পড়ে মনে কবিতার অনুধাবন প্রশ্ন ও উত্তর PDF।।
তাহারেই পড়ে মনে কবিতার অনুধাবন প্রশ্ন ও উত্তর
০১। “যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই।” কীভাবে?
উত্তর: “যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই।” উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে- কবি বসন্তের আগমনকে অভিমান করে অবহেলা করেছেন।
বসন্ত-প্রকৃতির সৌন্দর্য সবাইকে স্পর্শ করতে পারলেও কবিমনকে তা ছুঁতে পারেনি। কারণ কবির মনে শীতের রিক্ততা বিরাজ করছে। আর তাই বসন্তকে বরণ না করার কারণে কবি ভক্তের মতে বসন্তের আগমন বৃথা হয়েছে।
০২। এ বসন্তে কবির পুষ্পসাজ না থাকার কারণ কী? [চ.বো.’23]
উত্তর: এ বসন্তে কবির পুষ্পসাজ না থাকার কারণ কবির মন জুড়ে আছে শীতের রিক্ততা ও বিষণ্নতার ছবি। শীতের করুণ বিদায়কে কবি কোনোভাবেই ভুলতে পারছেন না। কারণ এই শীতেই তিনি তার প্রিয়জনকে হারিয়েছেন। তাই তাঁর মনকে বসন্তের সৌন্দর্য স্পর্শ করতে পারেনি এবং তাঁর পুষ্পসজ্জা নেই ।
০৩। “ডেকেছে কি সে আমারে? শুনি নাই রাখিনি সন্ধান।”— কবির এই উদাসীনতার প্রকৃত কারণ কী?
উত্তর: কবির এই উদাসীনতার প্রকৃত কারণ-প্রিয়জন হারানোর বেদনা।
শীতের রিক্ততা চলে গিয়ে বসন্তের আগমন ঘটলেও কবির সেদিকে মনোযোগ নেই। বসন্তের আগমনের খবর তিনি রাখেননি। শীতের করুণ বিদায়কে কবি মেনে নিতে পারেননি কারণ এ সময় তিনি তাঁর প্রিয়জনকে তিনি হারিয়েছেন। আর তাই বসন্তের প্রতি কবির এ উদাসীনতা।
০৪। “বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল” –কবিতাংশে কবি কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: কবিতাংশে কবি বসন্তের আগমন ঘটেছে কিনা।
বসন্তের আগমনে বাতাবি লেবুর ফুল ও আমের মুকুলের গন্ধে দখিনা বাতাস চারিদিকে সুগন্ধে ভরে তোলে। কিন্তু উদাসীন কবি এদিকে খেয়াল রাখেননি। তাই তিনি বসন্তের আগমন হয়েছে কিনা তা এবং প্রকৃতিতে তার লক্ষণ দেখা দিয়েছে কিনা তাঁর ভক্তের কাছে জানতে চেয়েছেন।
০৫। ‘বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি-এ মোর মিনতি।’— চরণটি ব্যাখ্যা কর।
উত্তর: ‘বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি-এ মোর মিনতি’ চরণটি কবিভক্ত কবিকে উদ্দেশ্য করে বলেছেন। প্রকৃতিতে বসন্তের আগমন হওয়া সত্ত্বেও কবি উদাসীন। প্রিয়জন হারানোর বেদনায় তিনি শোকাচ্ছন্ন। বসন্ত-বন্দনায় কাব্য রচনায় কবির মন নেই। তাই উদাসীন কবিকে সচেতন করতে কবিভক্ত তাঁকে কাব্য রচনা করতে মিনতি করেছেন।
০৬। “কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী”—পঙ্ক্তিটি বুঝিয়ে লেখ । [রা.বো., কু.বো.’২২, কু.বো.’১৯,১৭]
উত্তর: উক্তিটি দ্বারা কবি শীতকে এখানে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন-যে সন্ন্যাসী কুয়াশার চাদর পরিধান করে আছে। কবি মূলত রূপক অর্থে এ চরণটি ব্যবহার করেছেন। শীত যেন সর্বরিক্ত সন্ন্যাসীর মতো কুয়াশার চাদর গায়ে পত্রপুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে। মূলত, কবির প্রথম স্বামী ও কাব্যসাধনার প্রেরণাপুরুষের আকস্মিক মৃত্যুতে কবির অন্তরে যে বিষণ্ণতা জাগে, তারই প্রকাশ ঘটেছে এ পঙ্ক্তিতে।
০৭। বিশ্ব প্রকৃতিতে বসন্তের আগমনে কবি এত উদাসীন কেন? বুঝিয়ে দাও । [চ.বো., ম.বো.’২২, চ.বো.’১৭]
উত্তর: বিশ্ব প্রকৃতিতে বসন্তের আগমনে কবি এত উদাসীন কারণ প্রকৃতিতে বসন্ত এলেও তিনি প্রিয়জন হারানোর বেদনা ভুলতে পারছেন না। কবির মন জুড়ে রয়েছে প্রিয়জন হারানোর বেদনা ও বিষণ্নতার ছবি। তাই বিশ্ব প্রকৃতিতে বসন্তের আগমন ঘটলেও কবি উদাসীন। স্বামীর আকস্মিক মৃত্যু তাঁর কণ্ঠকে নীরব করে রেখেছে।
আরো পড়ুন :
০৮। ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটিকে নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয় কেন? [য.বো.’২২, ঢা.বো.’১৭]
উত্তর: কবি ও কবিভক্তের মধ্যে সংলাপের মাধ্যমে ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি রচিত হয়েছে বলে একে নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয়।
নাটক রচিত হয় এর চরিত্রগুলোর মধ্যে সংলাপ রচনার মধ্য দিয়ে। পাত্র-পাত্রীর সংলাপের ওপর ভর করেই একটি নাটকের কাহিনি গড়ে ওঠে। ‘তাহারেই পড়ে মনে’ কবিতাতেও বসন্তের আগমন এবং কবিতা রচনা করে তাকে বরণ করার প্রসঙ্গে কবি ও কবিভক্তের মধ্যে সংলাপ রচিত হয়েছে। তাঁদের কথোপকথনের মধ্য দিয়েই এখানে আমরা কবির হৃদয়বেদনা উপলব্ধি করতে পারি। এই সংলাপ নির্ভরতার কারণেই কবিতাটিকে নাটকীয় গুণসম্পন্ন বলা হয়।
০৯। “কহিল সে কাছে সরে আসি”–পঙ্ক্তিটি ব্যাখ্যা কর। [দি.বো.’২২]
উত্তর: প্রশ্নোক্ত চরণটি দ্বারা কবি তার ভক্তের কাছে মনোবেদনা প্রকাশের প্রারম্ভিক অবস্থাকে বুঝিয়েছেন।
মানুষ তার গভীর মর্মবেদনা প্রকাশের জন্য নিচু স্বরে কথা বলে থাকে। এজন্য কাছাকাছি না হলে মনের কথা প্রকাশ করা যায়না। আলোচ্য চরণটিতে কবি তাঁর ভক্তের কাছে গিয়ে তাঁর বসন্ত বিমুখতার কারণ ব্যাখ্যা করতে চান। প্রিয়জন বিয়োগের কারণেই যে তাঁর এ বসন্ত বিমুখতা, কবিভক্তকে সেটি বোঝাতেই কবি তাঁর কাছে সরে আসেন।
১০। “পুষ্পশূন্য দিগন্তের পথে”-বলতে কী বোঝানো হয়েছে? [ঢা.বো.’১৯, য.বো.’১৭]
উত্তর: উক্তিটি দ্বারা শীতের রিক্ততার রূপ বোঝানো হয়েছে।
শীতকালে গাছের পাতা ঝরে যায়। গাছ হয় ফুলহীন। প্রকৃতি রুক্ষমূর্তি ধারণ করে। শীতের এই রিক্ততাকে অতিক্রম করে বসন্তের আগমনে প্রকৃতি ফুলেল সাজে সজ্জিত হলেও কবির মন জুড়ে রয়েছে শীতের রিক্ততার ছবি। প্রিয়জন হারানোর বেদনাকে তিনি প্রকাশ করেছেন সর্বরিক্ত সন্ন্যাসীর মতো শীতের কুয়াশার চাদর গায়ে দিয়ে পত্রপুষ্পশূন্য দিগন্তের পথে চলে যাওয়ার সাথে।
তাহারেই পড়ে মনে কবিতার অনুধাবন প্রশ্ন ও উত্তর pdf
১১। “কোথা তব নব পুষ্পসাজ?”—উক্তিটি বুঝিয়ে লেখ। [সি.বো.’১৯]
উত্তর: উক্তিটির মাধ্যমে বসন্তের প্রতি কবির উদাসীনতার দিকটি ফুটে উঠেছে।
বসন্তের আগমনে বাতাবি লেবুর ফুল ও আমের মুকুলের মতো নানা ফুলের সুগন্ধে প্রকৃতি ভরে যায়। নব পুষ্পসাজে প্রকৃতি সজ্জিত হয়। কিন্তু প্রকৃতির এ রূপ-রসের কোনো খবর যেমন কবি রাখেন নি, তেমনি তিনি নিজেও ফুলের অলংকারে সাজেন নি। নতুন ফুলে ঘর সাজান নি। বসন্তের প্রতি কবির এ উদাসীনতা লক্ষ করেই কবিভক্ত উক্তিটি করেছেন।
১২। কবিতায় কবির ব্যক্তি জীবন কীভাবে ধরা পড়েছে? [য.বো.’১৯]
উত্তর: কবির প্রিয়জন হারানোর বিয়োগব্যথা প্রকাশের মাধ্যমে কবিতায় কবির ব্যক্তিজীবন ধরা পড়েছে। কবি সুফিয়া কামালের সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামীর আকস্মিক মৃত্যুতে তাঁর জীবনে নেমে আসে রিক্ততার হাহাকার। তাই বসন্তের রূপ-রস-গন্ধ তাঁর শোকাচ্ছন্ন হৃদয়কে স্পর্শ করতে পারে না। বসন্তের অপরূপ সৌন্দর্য তাঁর মনে আনন্দের শিহরণ জাগাতে পারে না। তাঁর এ শোকাচ্ছন্ন হৃদয়ের প্রকাশের মাধ্যমেই কবিতাটিতে তাঁর ব্যক্তিজীবন ধরা পড়েছে।
১৩। “সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে স্মরিয়া”—উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর। [দি.বো.’১৯]
উত্তর: কবি বন্দনা-গান রচনার করে বসন্তকে বরণ করে না নিলেও ফাল্গুন আসার সাথে সাথে যে প্রকৃতিতে বসন্ত এসেছে— পঙ্ক্তিটি দ্বারা এ বিষয়টিই বোঝানো হয়েছে।
কবির ব্যক্তিজীবনের সুখ-দুঃখের অনুভূতি প্রকৃতির চিরন্তন নিয়মের মাঝে কোনো পরিবর্তন আনতে পারে না। তাই কবিভক্ত যখন কবির কাছে অনুযোগ করেন যে কেন তিনি বন্দনা-গীতি রচনা করে বসন্তকে বরণ করে নিচ্ছেন না, তখন কবি তাকে স্মরণ করিয়ে দেন যে, তিনি বরণ করে না নিলেও প্রকৃতিতে বসন্ত ঠিকই এসেছে। প্রকৃতির চিরন্তন নিয়মের মাঝে কোনো ব্যত্যয় ঘটেনি।
এইচএসসি বাংলা ১ম পত্র তাহারেই পড়ে মনে কবিতার অনুধাবন প্রশ্ন ও উত্তর PDF Download