Why does a Child Hate School

HSC English 1st Paper Unit 9, Lesson 3: Why does a Child Hate School? Meaning

Advertisements

Hello students! Today, I’ll share the Bangla translation of a passage from the HSC English 1st Paper Unit 9: Adolescence, Lesson 3: “Why does a Child Hate School?” You can read the passage online or download it as a PDF to read offline. Let’s begin!

Unit Nine: Adolescence

Lesson 3: Why does a Child Hate School?

➤Reading passage: Why does a Child Hate School?

Children’s right to education is widely recognized today as a fundamental right. But that right also implies that the school they go to will have a pleasant and learning- friendly environment where everyone will have an enjoyable time. Teachers will be kind, caring and supportive and children will feel relaxed. No harsh words will be spoken to them and special care will be taken of children with learning disabilities.

শিশুদের শিক্ষার অধিকার বর্তমানে একটি মৌলিক অধিকার হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। তবে ঐ অধিকার বলতে এটাও বোঝায় যে, তারা যে স্কুলে যাবে সেখানে একটা আনন্দময় ও শিক্ষাবান্ধব পরিবেশ পাবে যেখানে সবাই একটি আনন্দঘন সময় উপভোগ করবে। শিক্ষকরা হবেন সদয়, যত্নশীল এবং সহায়ক এবং শিশুরা। স্বস্তি অনুভব করবে। তাদেরকে কোনো রূঢ় কথা বলা হবে না এবং শিখতে অক্ষম শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হবে।

Advertisements

That, unfortunately is not the general picture in our schools. The system of education in our part of the world does not allow children much freedom, and classrooms look more like cages where they are pent up for hours. Rabindranath Tagore found it unacceptable; so did William Blake (1757-1827), an English poet and painter, whose favorite subjects included children. In his

দুর্ভাগ্যবশত, এটা আমাদের স্কুলগুলোর সাধারণ দৃশ্য নয়। আমাদের অংশের পৃথিবীতে শিক্ষা ব্যবস্থা বাচ্চাদের খুব একটা স্বাধীনতা দেয় না, এবং শ্রেণিকক্ষগুলো খাঁচার মতোই দেখায় যেখানে তারা ঘণ্টার পর ঘণ্টা আবদ্ধ থাকে । রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে অগ্রহণযোগ্য মনে করেন; উইলিয়াম ব্লেকও (১৭৫৭ – ১৮২৭) ঠিক এমনটাই মনে করেন, যিনি একজন ইংরেজ কবি ও চিত্রকর, যার প্রিয় বিষয়ের মধ্যে রয়েছে শিশুরা। তাঁর “স্কুলের ছেলেটি” কবিতায়

poem “The School Boy” Blake writes about a young boy who is unhappy with his school where dour-faced teachers give joyless lessons. He would rather like to be outdoors and enjoy the summer day. He pleads with his parents to rescue him from the drudgery of school.

ব্লেক একটি ছোট বালক সম্পর্কে লিখেছেন, যে তার স্কুল নিয়ে অসুখী যেখানে কঠোর চেহারার শিক্ষকেরা নিরানন্দ পাঠ পড়ান। সে বরং বাহিরে থাকতে ও গ্রীষ্মের দিন উপভোগ করতেই বেশি পছন্দ করে। স্কুলের নিরস একঘেয়ে খাটুনি থেকে তাকে উদ্ধার করার জন্য সে তার বাবা মায়ের কাছে অনুনয়-বিনয় করে।

➤[B] Now read the poem and answer the questions that follow: Why does a Child Hate School?

‘The Schoolboy’  by William Blake

‘স্কুলের ছেলেটি’  উইলিয়াম ব্লেক

I love to rise in a summer morn,

When the birds sing on every tree;

The distant huntsman winds his horn,

And the skylark sings with me:

 O what sweet company!

But to go to school in a summer morn,-

O it drives all joy away!

Under a cruel eye outworn,

The little ones spend the day

In sighing and dismay.

Ah then at times I drooping sit,

And spend many an anxious hour;

Nor in my book can I take delight,

Nor sit in learning’s bower

Worn through with the dreary shower.

How can the bird that is born for joy

Sit in a cage and sing?

How can a child, when fears annoy

But droop his tender wing,

And forget his youthful spring!

O father and mother if buds are nipped,

And blossoms blown away;

And if the tender plants are stripped

Of their joy in the springing day,

By sorrow and care’s dismay, –

How shall the summer arise in joy,

Or the summer fruits appear?

Or how shall we gather what griefs destroy,

Or bless the mellowing year,

When the blasts of winter appear?

Read More:

আমি গ্রীষ্মের সকালে উঠতে ভালোবাসি,

যখন গাছের ডালে পাখিরা গায়;

দূরের শিকারী তার বাঁশি বাজায়,

এবং ভরত পাখি আমার সাথে গায়:

ও কি মিষ্টি বন্ধু!

কিন্তু গ্রীষ্মের সকালে স্কুলে যাওয়া,-

ওহ, সব আনন্দ তাড়িয়ে দেওয়া!

নিষ্ঠুর চোখের শাসনে ক্লান্ত হয়ে,

ছোট্ট ছেলেটি দিন কাটায়

দীর্ঘশ্বাস ও হতাশায়।

আহ তখন কখনও কখনও আমি ক্লান্ত হয়ে বসি,

এবং অনেকগুলো উদ্বিগ্ন ঘণ্টা কাটাই;

না আমি আমার বইয়ে আনন্দ পাই,

না পড়ার কক্ষে বসে,

বিষণ্ণ বর্ষণে ক্লান্ত আমি।

আনন্দের জন্য জন্ম নেয়া সেই পাখি কীভাবে

খাঁচায় বসে থাকতে পারে আর গাইতে পারে গান?

কীভাবে একটি শিশু, যখন ভয় বিরক্ত করে,

পারে তার কচি ডানা গুটিয়ে রাখতে।

আর ভুলে যেতে তার তারুণ্যদীপ্ত বসন্ত!

ও বাবা-মা যদি কুঁড়িগুলো নষ্ট করা হয়;

আর ফুলগুলো সব উড়িয়ে নেয়া হয়;

এবং যদি কচি চারাগুলোকে উপড়ে ফেলা হয়,

তাদের বসন্ত দিনের আনন্দের সময়ে,

দুঃখ আর যত্নের অবহেলায়, –

তবে কীভাবে গ্রীষ্ম আনন্দে ভাসবে,

অথবা গ্রীষ্মের ফল আসবে?

অথবা দুঃখ যা বিনাশ করে কীভাবে আমরা তা গড়ব,

অথবা পরিপূর্ণ জীবন উপভোগ করব,

যখন শীতের আঘাত হানা দিবে?


HSC English 1st Paper Unit 9, Lesson 3: Why does a Child Hate School? Bangla Meaning PDF Download

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top