Close Menu
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • Blog
    Facebook X (Twitter) Instagram YouTube
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
    • Job Study
    EduQuest24EduQuest24
    Home » ঔপনিবেশিক শাসন ও বাংলার ইতিহাস (১৭৫৭ – ১৯৪৭ খ্রিঃ)
    সাধারণ জ্ঞান

    ঔপনিবেশিক শাসন ও বাংলার ইতিহাস (১৭৫৭ – ১৯৪৭ খ্রিঃ)

    EduQuest24By EduQuest24April 23, 2025No Comments6 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    ঔপনিবেশিক শাসন ও বাংলার ইতিহাস
    ঔপনিবেশিক শাসন ও বাংলার ইতিহাস
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঔপনিবেশিক শাসন ও বাংলার ইতিহাস: ঔপনিবেশিক শাসনের সময় বাংলার ইতিহাসে ঘটে নানা গুরুত্বপূর্ণ ঘটনা—ইউরোপীয় আগমন, ব্রিটিশ শাসন, যুদ্ধ, প্রশাসনিক পরিবর্তন ও সংস্কার। এই অংশে ঐতিহাসিক প্রশ্নোত্তরের মাধ্যমে উপমহাদেশের রাজনৈতিক ও সামাজিক রূপান্তরের ধারা সহজভাবে তুলে ধরা হয়েছে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য।


    ঔপনিবেশিক শাসন ও বাংলার ইতিহাস

    ১। মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি কোথায়?

    উত্তর: মায়ানমারে।

    ২। নবাব আবদুল গনি আহসান মঞ্জিল কত সালে প্রতিষ্ঠা করেন?

    উত্তর: ১৮৭২ সালে।

    ৩। কার্জন হলের ভিত্তিপ্রস্তর কবে এবং কে স্থাপন করেন?

    উত্তর: ১৪ ফেব্রুয়ারি ১৯০৪ সালে, লর্ড কার্জন।

    ৪। ঢাকা পৌরসভা কবে প্রতিষ্ঠিত হয়?

    উত্তর: ১৮৬৪ সালে।

    ৫। বাহাদুর শাহ পার্কের পূর্বনাম কী ছিল?

    উত্তর: ভিক্টোরিয়া পার্ক।

    ৬। কোন দেশের মানুষকে ওলন্দাজ বলা হয়?

    উত্তর: হল্যান্ড (নেদারল্যান্ডস)।

    ৭। উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন?

    উত্তর: লর্ড মাউন্টব্যাটন।

    ৮। ইউরোপীয় বণিকদের মধ্যে কে প্রথম বাংলায় আসে?

    উত্তর: পর্তুগিজরা।

    ৯। কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?

    উত্তর: জন চার্নক।

    ১০। ইংরেজরা কবে বাংলা আক্রমণ করে?

    উত্তর: ১৬৮৬ সালে।

    ১১। নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দখল করেন কবে?

    উত্তর: ২০ জুন, ১৭৫৬ সালে।

    ১২। নবাব আলীবর্দী খানের মৃত্যু কবে হয়?

    উত্তর: ১৭৫৬ সালে।

    ১৩। ইংরেজরা কলকাতা কবে পুনরুদ্ধার করে?

    উত্তর: ২ জানুয়ারি, ১৭৫৭ সালে।

    ১৪। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?

    উত্তর: ২৩ জুন, ১৭৫৭।

    ১৫। নবাব সিরাজউদ্দৌলার জন্ম সাল কত?

    উত্তর: ১৭৩৩ খ্রিষ্টাব্দ।

    ঔপনিবেশিক শাসন

    ১৬। মীর কাশিম ও ইংরেজদের মধ্যে যুদ্ধ কবে হয়?

    উত্তর: ১৭৬৪ সালে।

    ১৭। উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিলেন?

    উত্তর: লর্ড ক্লাইভ।

    ১৮। দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন?

    উত্তর: লর্ড ক্লাইভ।

    ১৯। দ্বৈত শাসন চালু হয় কবে?

    উত্তর: ১৭৬৫ সালে।

    ২০। এই ব্যবস্থায় শাসন কর্তৃত্ব ছিল কার ওপর?

    উত্তর: নবাবের ওপর।

    ২১। রাজস্ব আদায়ের দায়িত্ব ছিল কার ওপর?

    উত্তর: ইংরেজদের ওপর (প্রতিনিধিত্বে লর্ড ক্লাইভ)।

    ২২। দ্বৈত শাসন ব্যবস্থা কে রহিত করেন?

    উত্তর: ওয়ারেন হেস্টিংস।

    ২৩। নিলামসূত্রে জমি বন্দোবস্তের প্রথা কে চালু করেন?

    উত্তর: ওয়ারেন হেস্টিংস।

    ২৪। ওয়ারেন হেস্টিংস কবে বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন?

    উত্তর: ১৭৭২ সালে।

    ২৫। চিরস্থায়ী বন্দোবস্ত কে ও কবে চালু করেন?

    উত্তর: লর্ড কর্নওয়ালিস, ১৭৯৩ সালে।

    ২৬। ছিয়াত্তরের মন্বন্তর কবে হয়েছিল?

    উত্তর: ১১৭৬ বঙ্গাব্দ / ১৭৭০ খ্রিষ্টাব্দ।

    ২৭। পঞ্চাশের মন্বন্তর কবে হয়েছিল?

    উত্তর: ১৩৫০ বঙ্গাব্দ / ১৯৪৩ খ্রিষ্টাব্দ।

    ২৮। ‘অন্ধ কূপ হত্যাকাণ্ড’ কবে ঘটে?

    উত্তর: ১৭৫৬ সালে।

    ২৯। বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন কে?

    উত্তর: ওয়ারেন হেস্টিংস।

    ৩০। কলকাতা শহর প্রতিষ্ঠিত হয় কবে? (ঔপনিবেশিক শাসন)

    উত্তর: ১৬৯০ সালে।

    ৩১। ‘বর্গী’ নামে কারা পরিচিত ছিল?

    উত্তর: মারাঠারা।

    ৩২। মীর কাশিম রাজধানী কোথায় স্থানান্তর করেন?

    উত্তর: মুঙ্গেরে।

    ৩৩। মীর কাশিম ও ইংরেজদের যুদ্ধ কোথায় হয়?

    উত্তর: বক্সারে।

    ৩৪। বক্সারের যুদ্ধ কবে হয়?

    উত্তর: ১৭৬৪ সালে।

    ৩৫। ‘রেগুলেটিং অ্যাক্ট’ কবে পাশ হয়?

    উত্তর: ১৭৭৩ সালে।

    ৩৬। প্রথম রাজস্ব বোর্ড কে গঠন করেন?

    উত্তর: ওয়ারেন হেস্টিংস।

    ৩৭। ‘পাঁচশালা বন্দোবস্ত’ কে চালু করেন?

    উত্তর: ওয়ারেন হেস্টিংস।

    ৩৮। প্রথম কাগজের মুদ্রা কে চালু করেন?

    উত্তর: লর্ড ক্যানিং।

    ৩৯। সিপাহী বিদ্রোহ কবে ও কোথায় সংঘটিত হয়?

    উত্তর: ৯ মার্চ, ১৮৫৭, ব্যারাকপুর, বঙ্গদেশ।

    ৪০। সিপাহী বিদ্রোহের পর বাহাদুর শাহ জাফর কোথায় নির্বাসিত হন?

    উত্তর: মায়ানমারে।

    ৪১। আদালতে দেশীয় ভাষার প্রচলন করেন কে?

    উত্তর: লর্ড বেন্টিঙ্ক।

    ৪২। সতীদাহ প্রথা কে ও কবে বিলুপ্ত করেন?

    উত্তর: লর্ড বেন্টিঙ্ক, ১৮২৯ সালে।

    ঔপনিবেশিক শাসন

    ৪৩। ইংরেজি শিক্ষার প্রবর্তন কে করেন?

    উত্তর: লর্ড বেন্টিঙ্ক।

    ৪৪। বিধবা বিবাহ আইন কে ও কবে প্রবর্তন করেন?

    উত্তর: লর্ড ক্যানিং, ১৮৫৬ সালে।

    ৪৫। প্রথম রেল যোগাযোগ চালু করেন কে ও কবে?

    উত্তর: লর্ড ডালহৌসি, ১৮৫৩ সালে।

    ৪৬। ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কে বাংলায় আসে?

    উত্তর: পর্তুগীজরা।

    ৪৭। ভাস্কো-ডা-গামা ভারতবর্ষে আগমন করেন কোন সালে?

    উত্তর: ১৪৯৮ সালে।

    ৪৮। ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে যাওয়ার পথ আবিষ্কৃত হয় কবে?

    উত্তর: ১৪৮৭ সালে।

    ৪৯। পর্তুগীজরা কবে বাংলায় ব্যবসা শুরু করে?

    উত্তর: ১৫৮০ সালে।

    ৫০। পর্তুগীজদের পর বাংলায় কোন ইউরোপীয় জাতি বাণিজ্যের জন্য আসে?

    উত্তর: ওলন্দাজরা।

    ৫১। ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে, কবে গঠন করে?

    উত্তর: ওলন্দাজরা, ১৬০২ সালে।

    ৫২। কোন পর্তুগীজ নাবিক বাংলা থেকে আরব বণিকদের বিতাড়িত করেন?

    উত্তর: পেড্রো আলভারেজ কাব্রাল।

    ৫৩। ফরাসিরা কবে বাংলায় বাণিজ্য শুরু করে?

    উত্তর: ১৬৬৮ সালে।

    ৫৪। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কবে?

    উত্তর: ১৬৬৪ সালে।

    ৫৫। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়?

    উত্তর: ১৬০০ সালে।


    আরো পড়ুন:

    • সাধারন জ্ঞান পর্ব ০১
    • সাধারন জ্ঞান পর্ব ০২ 
    • সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৪

    ৫৬। কোন যুদ্ধে ফরাসিদের ভারতীয় সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ভেঙে যায়?

    উত্তর: ১৭৬০ সালের বন্দিবাসের যুদ্ধে।

    ৫৭। বন্দিবাসের যুদ্ধে কে, কার কাছে পরাজিত হন?

    উত্তর: ফরাসি গভর্নর কাউন্ট লালী ইংরেজ সেনাপতি আয়ারকুটের কাছে পরাজিত হন।

    ৫৮। উপমহাদেশে ব্যর্থ হয়ে ওলন্দাজরা কোথায় বাণিজ্য স্থাপন করে?

    উত্তর: ইন্দোনেশিয়ায়।

    ৫৯। প্রথম কর্ণাট যুদ্ধ কবে, কার মধ্যে সংঘটিত হয়?

    উত্তর: ১৭৪৬ সালে, ইংরেজ ও ফরাসিদের মধ্যে।

    ৬০।  ইংরেজরা বাংলায় প্রথম কোন স্থানে কুঠি স্থাপন করে?

    উত্তর: সুরাটে।

    ৬১। শান্তিপূর্ণ বাণিজ্যনীতি ত্যাগ করে কে বন্দর আক্রমণ করেন?

    উত্তর: ইংরেজ নৌবাহিনীর জন চাইল্ড।

    ৬২। বাংলায় ইংরেজদের সবচেয়ে সুরক্ষিত কুঠি কোনটি ছিল?

    উত্তর: ফোর্ট উইলিয়াম।

    ৬৩। ইংরেজদের সঙ্গে মুঘল সম্রাটের সন্ধি হয় কবে?

    উত্তর: ১৬৬০ সালে।

    ৬৪। কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?

    উত্তর: ইংরেজ কর্মচারী জন চার্নক।

    ৬৫। ইংরেজরা বাংলায় কবে আক্রমণ চালায়?

    উত্তর: ১৬৮৬ সালে।

    ৬৬। সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দখল করেন কবে?

    উত্তর: ২০ জুন, ১৭৫৬।

    ৬৭। নবাব আলীবর্দী খানের মৃত্যু কবে হয়?

    উত্তর: ১৭৫৬ সালে।

    ৬৮। ইংরেজরা কলকাতা পুনরুদ্ধার করে কবে?

    উত্তর: ০২ জানুয়ারি, ১৭৫৭।

    ৬৯। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়? (ঔপনিবেশিক শাসন)

    উত্তর: ২৩ জুন, ১৭৫৭।

    ৭০। নবাব সিরাজউদ্দৌলার জন্মসাল কত?

    উত্তর: ১৭৩৩ খ্রিষ্টাব্দ।

    ৭১। নবাব মীর কাশিম ও ইংরেজদের মধ্যে যুদ্ধ কবে হয়?

    উত্তর: ১৭৬৪ সালে।

    ৭২। উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিলেন?

    উত্তর: লর্ড ক্লাইভ।

    ৭৩। ওয়ারেন হেস্টিংস কবে বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন?

    উত্তর: ১৭৭২ সালে।

    ৭৪। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?

    উত্তর: লর্ড কর্নওয়ালিস, ১৭৯৩ সালে।

    ৭৫। ছিয়াত্তরের মঙ্গা কবে হয়েছিল?

    উত্তর: ১১৭৬ বঙ্গাব্দ / ১৭৭০ খ্রিষ্টাব্দ।

    ৭৬। পঞ্চাশের মন্বন্তর কবে হয়েছিল?

    উত্তর: ১৩৫০ বঙ্গাব্দ / ১৯৪৩ খ্রিষ্টাব্দ।

    ৭৭। ‘অন্ধ কূপ হত্যাকাণ্ড’ কবে ঘটে?

    উত্তর: ১৭৫৬ সালে।

    ৭৮। কে মুর্শিদাবাদ থেকে কলকাতায় রাজধানী স্থানান্তর করেন?

    উত্তর: ওয়ারেন হেস্টিংস।

    ৭৯। কলকাতা নগরী কবে প্রতিষ্ঠিত হয়?

    উত্তর: ১৬৯০ সালে।

    ৮০। ‘বর্গী’ নামে কারা পরিচিত ছিল?

    উত্তর: মারাঠারা।

    ৮১। দ্বৈত শাসনব্যবস্থা কে প্রবর্তন করেন?

    উত্তর: লর্ড ক্লাইভ।

    ৮২। দ্বৈত শাসনব্যবস্থা চালু হয় কবে?

    উত্তর: ১৭৬৭ সালে।

    ৮৩। এই ব্যবস্থায় শাসন কর্তৃত্ব কার ওপর ছিল?

    উত্তর: নবাবের ওপর।

    ৮৪। রাজস্ব আদায়ের দায়িত্ব ছিল কার?

    উত্তর: ইংরেজদের, বিশেষ করে লর্ড ক্লাইভের ওপর।

    ৮৫। কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন?

    উত্তর: ওয়ারেন হেস্টিংস।

    ঔপনিবেশিক শাসন

    ৮৬। নিলামে জমি বন্দোবস্ত প্রথা কে চালু করেন?

    উত্তর: ওয়ারেন হেস্টিংস।

    ৮৭। কে মুর্শিদাবাদ থেকে রাজধানী মুঙ্গেরে স্থানান্তর করেন?

    উত্তর: মীর কাশিম।

    ৮৮। মীর কাশিম ও ইংরেজদের মধ্যে যুদ্ধ কোথায় হয়?

    উত্তর: বক্সারে।

    ৮৯। বক্সারের যুদ্ধ কবে হয়?

    উত্তর: ১৭৬৪ সালে।

    ৯০। ভারত শাসন আইন (রেগুলেটিং অ্যাক্ট) কবে পাশ হয়?

    উত্তর: ১৭৭৩ সালে।

    ৯১। উপমহাদেশে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে?

    উত্তর: ওয়ারেন হেস্টিংস।

    ৯২। পাঁচশালা বন্দোবস্ত কাদের দ্বারা প্রবর্তিত?

    উত্তর: ওয়ারেন হেস্টিংস।

    ৯৩। আদালতে ফরাসির বদলে দেশীয় ভাষা প্রচলন করেন কে?

    উত্তর: লর্ড বেন্টিঙ্ক।

    ৯৪।  উপমহাদেশে সংস্কৃতির পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তক কে?

    উত্তর: লর্ড বেন্টিঙ্ক।


    ঔপনিবেশিক শাসন ও বাংলার ইতিহাস (১৭৫৭ – ১৯৪৭ খ্রিঃ) লেকচার শীট পিডিএফ ডাউনলোড কর। ঔপনিবেশিক শাসন

    Download Lecture Sheet
    ঔপনিবেশিক শাসন ও বাংলার ইতিহাস ঔপনিবেশিক শাসন কাকে বলে ঔপনিবেশিক শাসন মানে কি ঔপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    EduQuest24
    • Website

    Related Posts

    বাংলা ভূখণ্ডের ইতিহাস (Update) | PDF Download

    May 18, 2025

    সাধারন জ্ঞান পর্ব ০১ | গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (PDF)

    April 22, 2025

    সাধারন জ্ঞান পর্ব ০২ | গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (PDF)

    April 21, 2025
    Leave A Reply Cancel Reply

    © 2025 Eduquest24
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.