Close Menu
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • Blog
    Facebook X (Twitter) Instagram YouTube
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
    • Job Study
    EduQuest24EduQuest24
    Home » সাধারন জ্ঞান পর্ব ০২ | গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (PDF)
    সাধারণ জ্ঞান

    সাধারন জ্ঞান পর্ব ০২ | গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (PDF)

    EduQuest24By EduQuest24April 21, 2025Updated:April 22, 2025No Comments6 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    সাধারন জ্ঞান পর্ব ০২
    সাধারন জ্ঞান পর্ব ০২
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সাধারন জ্ঞান পর্ব ০২ (PDF) – বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে এটি তৈরি করা হয়েছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি জন্য এই নোটটি খুবই গুরুত্বপূর্ণ।


    সাধারন জ্ঞান পর্ব ০২

    ১। শিক্ষা সংশ্লিষ্ট নিম্নগামী পরিস্রবণ নীতির উদ্ভাবক – লর্ড ম্যাকলে।

    ২। ঢাকা মহানগর যে ৪টি নদী দ্বারা বেষ্টিত- বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা।

    ৩। রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন- বেগম খালেদা জিয়া।

    ৪। ১৯৭২ সালের বিজয় দিবসের ডাকটিকিটের ডিজাইনার- কে. জি. মুস্তাফা।

    ৫। দেশের একমাত্র উপজাতি বীরবিক্রম ইউকে (উক্য) চিং [মারমা উপজাতি)।

    ৬। বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলন হয়- ৪ মার্চ ১৯৭২।

    ৭। বাংলাদেশের প্রথম নোট ছিল- ১ টাকা ও ১০০ টাকা।

    ৮। দেশে যুক্তরাষ্ট্রভিত্তিক USAID-এর অর্থায়নে পরিচালিত হতো- সূর্যের হাসি।

    ৯। প্রাচ্যের ক্যামব্রিজ বলা হয়- রাজশাহী বিশ্ববিদ্যালয়কে।

    ১০। ‘টিয়ার্স অব ফায়ার’ হলো- মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র।

    ১১। রবার্ট রজার্সকর্তক বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র- দ্য কান্ট্রি মেড ফর বাংলাদেশ।

    ১২। গারো আধিবাসিদের প্রকৃত নাম- মান্দি।

    ১৩। বাংলা একাডেমি হলো- বাঙালি জাতিসত্তার প্রতীক।

    ১৪। নজরুল মঞ্চ অবস্থিত- বাংলা একাডেমিতে।

    ১৫। মোদের গরব ভাস্কর্যের স্থাপতি- অখিল পাল।

    ১৬। ‘বাঙালি’ নদীটি যে জেলায় অবস্থিত- বগুড়া।

    ১৭। গোল্ডেন জুবিলি টাওয়ার অবস্থিত- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

    ১৮। এস ফোর্স ব্রিগেড এর নেতৃত্বে ছিলেন- লে. কর্নেল কে. এম সফিউল্লাহ।

    ১৯। সর্বপ্রথম বঙ্গ দেশের নাম পাওয়া যায়- ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক’ গ্রন্থে।

    ২০। যে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে কম- ভিল।

    ২১। চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাস- ফেবো; প্রকাশ ১৯ ফেব্রুয়ারি ২০০৪।

    ২২। সাঁওতালদের প্রধান উৎসব- সোহরাই।

    ২৩। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর- বেনাপোল।

    ২৪। মেট্রোরেলের অর্থায়ন করে- জাপান।

    ২৫। মুসা খাঁর মসজিদ অবস্থিত- ঢাবির কার্জন হলের অভ্যন্তরে।

    ২৬। ঢাকার কাওরান বাজারে ‘কাওরান সরাই’ নির্মাণ করেন- শেরশাহ্।

    ২৭। সুতিয়াখালী সোলার পাওয়ার প্ল্যান্ট অবস্থিত- ময়মনসিংহ।

    ২৮। রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র যে নদীর তীরে অবস্থিত- পশুর নদী।

    ২৯। Black Gold হলো- তেজস্ক্রিয় খনিজ পদার্থ মিশ্রিত বালু।

    ৩০। হরিপুর থেকে তেল উত্তোলন শুরু হয়- ১৯৮৭ সালে।

    ৩১। সুন্দরবনে হরিণ দেখা যায়- ২ প্রজাতির। (সাধারন জ্ঞান পর্ব ০২)

    ৩২। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা- অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ।

    ৩৩। গ্রাম সরকার চূড়ান্তভাবে বিলুপ্ত হয়- এপ্রিল-২০০৮।

    ৩৪। একটি মাত্র সংসদীয় আসন- রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়।

    ৩৫। কোর্ট অব রেকর্ড বলা হয়- সুপ্রিম কোর্টকে।

    ৩৬। চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেওয়া হয়- সংবিধানের ৩৯নং অনুচ্ছেদে।

    ৩৭। বাংলাদেশে প্রথম বেতার উদ্বোধন করা হয়- ১৬ ডিসেম্বর ১৯৩৯।

    ৩৮। বাংলাদেশ ৩৩তম দেশ হিসেবে- পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ করে।

    ৩৯। মুক্তি ও গণতন্ত্র তোরণ অবস্থিত- ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

    ৪০। বাংলাদেশ পুলিশ আইন প্রণীত হয়- ১৮৬১ সালে।

    ৪১। দেশের তৈরি প্রথম যুদ্ধ জাহাজ- বানৌজা পদ্মা।

    ৪২। বাংলাদেশের প্রথম নারী মেজর জেনারেল- ডা. সুসানে গীতি।

    ৪৩। ‘ব্ল‍্যাক মানডে’ সম্পর্কিত- স্টক মার্কেট।

    ৪৪। নিউজিল্যান্ডের নাগরিকরা পরিচিত- কিউই নামে।

    ৪৫। চিকনগুনিয়া রোগটির বাহক- এডিস মশা।

    ৪৬। যুক্তরাষ্ট্রে ইলেক্ট্রোরাল ভোটের সংখ্যা- ৫৩৮।

    ৪৭। দূরপ্রাচ্যের দেশ- উত্তর কোরিয়া।

    ৪৮। ‘Twitter’-এর প্রতিষ্ঠাতা- জ্যাক ডরসি, নোয়াহ গ্লাস, ইভান উইলিয়ামস ও বিজ স্টোন।

    ৪৯। সবচেয়ে বেশি এলাকাজুড়ে যোগাযোগের পদ্ধতি- স্যাটেলাইট।

    ৫০। ব্যান্ডউইথ হলো- ডেটা প্রবাহের হার।

    ৫১। নির্বাচন কমিশনের মেয়াদ- ৫ বছর। (সাধারন জ্ঞান পর্ব ০২)

    ৫২। ব্যক্তি স্বাধীনতা রক্ষার অন্যতম মাধ্যম- বিচার বিভাগ।

    ৫৩। বাংলাদেশের জাতীয় বৃক্ষ- আমগাছ।

    ৫৪। রংপুর জেলা সর্বপ্রথম সৃষ্টি হয়- ১৭৭২ সালে।

    ৫৫। বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখ যে সেক্টরে যুদ্ধ করেছেন- ৮ নম্বর।

    ৫৬। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল- বৃহস্পতিবার।

    ৫৭। মৌলিক দর্শন শাস্ত্র হিসেবে বিবেচনা করা হয়- অধিবিদ্যা।

    ৫৮। রেনে দেকার্ত একজন- ফরাসি দার্শনিক।

    ৫৯। ‘আল-মুকাদ্দিমা গ্রন্থের রচয়িতা- ইবনে খালদুন।

    ৬০। ইবনে খালদুন যে দেশের- তিউনিশিয়া।

    ৬১। মিসরীয় সভ্যতার চিত্রলিপিকে বলা হয়- হায়ারোগ্লিফিক।

    ৬২। সামাজিক চুক্তি মতবাদের সমর্থক হক্স, লক ও রুশো।

    ৬৩। আরাবাত শব্দের অর্থ- বৃক্ষলতাহীন মরুভূমি।

    ৬৪। মায়া সভ্যতার একটি প্রাচীন শহর- চিচেন ইৎজা।

    ৬৫। ‘এলাম দেখলাম জয় করলাম’ উক্তিটি করেন- জুলিয়াস সিজার।

    ৬৬। যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী- মেডেলিন অলব্রাইট।

    ৬৭। রাষ্ট্র সৃষ্টি হয়নি, গড়ে উঠেছে, উক্তিটি করেন- অধ্যাপক গার্নার।

    ৬৮। মরক্কোর প্রধান সমুদ্রবন্দর হলো -ক্যাসাব্লাঙ্কা।

    ৬৯। নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয়- মাউরি।

    ৭০। নাইজেরিয়ার বৃহত্তম জনগোষ্ঠী- হাউসা-ফুলানি।

    ৭১। আমেরিকার শ্বেতাজ ও কৃষ্ণাঙ্গ সংমিশ্রিত জাতির নাম -মিলাটো।

    ৭২। ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য -মোজাম্বিক, টোগো, রুয়ান্ডা ও গ্যাবন।

    ৭৩। ডেটন শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৯৫ সালে।

    ৭৪। ন্যাটোর সদস্য কিন্তু ইউরোপের বাইরের দেশ -যুক্তরাষ্ট্র ও কানাডা।

    ৭৫। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়- ৮ মার্চ।

    ৭৬। তৃতীয় বিশ্ব বলতে বোঝায়- উন্নয়নশীল দেশসমূহ।


    আরো পড়ুন:

    সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৪

    সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৩

    সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০২

    সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০১


    ৭৭। জাপান পার্ল হারবার আক্রমণ করে- ৭ ডিসেম্বর ১৯৪১।

    ৭৮। হিরোশিমায় আণবিক বোমা ফেলা হয়- ৬ আগস্ট ১৯৪৫।

    ৭৯। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইরান সমর্থন করে- জার্মানিকে।

    ৮০। The Diary of Young Girl- হলো অ্যানা ফ্রাঙ্ক রচিত ওলন্দাজ ভাষায় রচিত গ্রন্থ।

    ৮১। দার্শনিকদের ক্ষেত্রে কালানুক্রমিক সঠিক বিন্যাস, সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটল।

    ৮২। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা- চন্দ্রগুপ্ত মৌর্য।

    ৮৩। ‘দ্যা আইডিয়া অব জাস্টিস’-গ্রন্থের রচয়িতা- অমর্ত্য সেন।

    ৮৪। আন্তর্জাতিক অভিবাসী দিবস- ১৮ ডিসেম্বর।

    ৮৫। অভিন্ন ইউরো মুদ্রা চালু করার ম্যাসট্রিট চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৯২ সালে।

    ৮৬। ‘Roots: The Saga of An American Family বইটি লিখেন- Alex Haley ।

    ৮৭। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম- ড. রাজেন্দ্র প্রসাদ।

    ৮৮। আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা- ম্যাক্স ওয়েবার।

    ৮৯। Impossible is a word to be found in a fool’s dictionary’-এ উক্তিটি- Napoleon।

    ৯০। পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা- মেসোপটেমীয়।

    ৯১। ভারত প্রজাতন্ত্রে পরিণত হয়- ২৬ জানুয়ারি ১৯৫০।

    ৯২। বিশ্ব টেবিল টেনিস ট্রফির নাম- সোয়াথলিং কাপ।

    ৯৩। ‘কায়হান’ সংবাদপত্রটির প্রকাশনা স্থান – ইরান।

    ৯৪। ‘আফ্রিকার গান্ধী’ বলা হয়– নেলসন ম্যান্ডেলাকে।

    ৯৫। কঙ্গোর রাজধানী- কিনশাসা। (সাধারন জ্ঞান পর্ব ০২)

    ৯৬। KLM যে দেশের বিমান সংস্থা -নেদারল্যান্ডস।

    ৯৭। আন্তর্জাতিক ‘হাত ধোয়া’ দিবস- ১৫ অক্টোবর।

    ৯৮। মাউস আবিষ্কার করেন- ডগলাস এঞ্জেলবার্ট (১৯৬৩ সালে)।

    ৯৯। কম্পিউটারের যন্ত্রাংশকে বলা হয়- হার্ডওয়‍্যার।

    ১০০। উইনস্টন চার্চিল কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভকরেন- সাহিত্যে।

    ১০১। Magna Carta ঘোষনা করা হয়েছিল কত সালে- ‘১২১৫।

    ১০২। ওশেনিয়া কাকে বলে?- প্রশান্ত মাহসাগরের সকল দ্বীপকে।

    ১০৩। কোন ব্যক্তি ইলিশ মাছের জিনোম আবিষ্কারের সঙ্গে যুক্ত ছিলেন?- মো. শামসুল আলম।

    ১০৪। সুন্দরবনে বাংলাদেশ ও ভারতকে পৃথক করেছে কোন নদী?- হাড়িয়াভাঙ্গা।

    ১০৫। পরিবেশের ভারসাম্য রক্ষায় কতভাগ বনভূমি প্রয়োজন? – ২৫%।

    ১০৬। বাংলাদেশের জাতীয় জাদুঘর কত সালে স্থাপিত হয়? – ১৯১৩।

    ১০৭। সমাজ সেবক হলেও সমাজ সংস্কারক নয় কে?- হাজী মুহাম্মদ মহসিন।

    ১০৮। কোন শহরটিকে ‘বাতাসের শহর’ বলা হয়?- শিকাগো।

    ১০৯। ১ টেরাবাইট (TB) সমান- ১০২৪ গিগাবাইট।

    ১১০। বাংলাদেশে প্রথম 3G চালু করে- টেলিটক।

    ১১১। স্কাইপি হলো- ভিডিও কলিংয়ের অন্যতম জনপ্রিয় সাইট।

    ১১২। ফেসবুকের সদরদপ্তর অবস্থিত- ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।

    ১১৩। ২০১৮ সালের ১২ জানুয়ারি শুক্রবার হলে, একই বছরের ১৭ মার্চ শনিবার।

    ১১৪। দেয়াল ঘড়িতে সন্ধ্যা ৬টা বাজে। ঘণ্টা মিনিটের কাঁটার মধ্যকার কোণ- ১৮০।

    ১১৫। স্যুরিয়ালিজমের প্রধান শিল্পী ছিলেন- সালভাদর দালি।

    ১১৬। ‘পঞ্চইন্দ্রিয়’ তৈলচিত্রের চিত্রশিল্পী- মকবুল ফিদা হোসেন।

    ১১৭। আলব্রেখট ড্যুরার যে দেশের শিল্পী- জার্মানি। (সাধারন জ্ঞান পর্ব ০২)

    ১১৮। জয়নুল আবেদিনের আঁকা শেষ ছবি- দুই মুখ।

    ১১৯। একাধারে কবি, স্থপতি, চিত্রকর ও ভাস্কর- মাইকেল অ্যাঞ্জেলা।

    ১২০। সিসটিন, চ্যাপেলের ফ্রেসকো চিত্রের শিল্পী- মাইকেল অ্যাঞ্জেলা।

    ১২১। পৃথিবীর শ্রেষ্ঠতম দেয়ালচিত্র হলো- লাস্ট সাপার।

    ১২২। পিকাসোর ‘গোয়ের্নিকা’ সংরক্ষিত রয়েছে -স্পেনের মাদ্রিদে।

    ১২৩। লুক ইস্ট হলো- আর্ট গ্যালারি।

    ১২৪। কিউবিজম শিল্পের যুগল অগ্রনায়ক ব্যাক-পিকাসো।

    ১২৫। ইউরোপীয় বনিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিল? পর্তুগিজ।

    ১২৬। ম্যাক্সিম গোর্কি তার বিখ্যাত মা উপন্যাস যে ভাষায় লিখেছেন- রুশ।

    ১২৭। মণিপুরী নৃত্য বাংলাদেশের কোন অঞ্চলের ঐতিহ্য?-সিলেট।

    ১২৮। রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ প্রথম প্রকাশিত হয়- ১৯১২ সালে।


    সাধারন জ্ঞান পর্ব ০২ (গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর) | সাধারন জ্ঞান পর্ব ০২ লেকচার শীট পিডিএফ ডাউনলোড কর। সাধারন জ্ঞান পর্ব ০২

    Download Lecture Sheet

    sadharan gyan sadharon gan গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী সাধারন জ্ঞান পর্ব ০২
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    EduQuest24
    • Website

    Related Posts

    বাংলা ভূখণ্ডের ইতিহাস (Update) | PDF Download

    May 18, 2025

    ঔপনিবেশিক শাসন ও বাংলার ইতিহাস (১৭৫৭ – ১৯৪৭ খ্রিঃ)

    April 23, 2025

    সাধারন জ্ঞান পর্ব ০১ | গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (PDF)

    April 22, 2025
    Leave A Reply Cancel Reply

    © 2025 Eduquest24
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.