সাম্যবাদী

এইচএসসি সাম্যবাদী কবিতার নোট ২০২৫ | সাম্যবাদী কাব্যগ্রন্থ pdf | কবিতার মূলভাব

Advertisements

এইচএসসি সাম্যবাদী কবিতার নোটটি এমন ভাবে সাজানো হয়েছে যার মাধ্যমে তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে ।এই লেকচারে অন্তর্ভুক্ত আছে সাম্যবাদী কবিতার ব্যাখ্যা, সৃজনশীল প্রশ্ন ও উত্তর, কবিতার মূলভাব, জ্ঞানমূলক ও mcq pdf । তাই আর দেরি না করে আমাদের লালসালু উপন্যাসের লেকচার শীটটি পড়ে ফেলুন ।।

সাম্যবাদী

কাজী নজরুল ইসলাম

কবি পরিচিতি সাহিত্যকর্ম

ছদ্মনাম:

কহলন মিশ্র, সারথি, শ্যামসুন্দর, বনবুলবুল, পাইয়োনিয়ার, ধূমকেতু, ব্যাঙাচি।ডাকনাম: দুখু মিয়া।

জন্ম পরিচয়:

Advertisements

২৫ মে ১৮৯৯ খ্রিস্টাব্দ (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ), বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম ।পিতা: কাজী ফকির আহমেদ। মাতা: জাহেদা খাতুন।

শিক্ষাজীবন:

গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষালাভ । মাধ্যমিক: প্রথমে রানীগঞ্জের শিয়ারশোল রাজ স্কুল,পরে মারখুন উচ্চ ইংরেজি স্কুল, সর্বশেষ ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন ।

কর্মজীবন/পেশা:

মসজিদের ইমামতি, লেটোর দলে যোগদান, ১৯১৭ সালে সেনাবাহিনীর ৪৯ নম্বর বাঙালি পল্টনে যোগদান, রাজনীতি, পত্রিকা সম্পাদনা কিংবা চলচ্চিত্রেরর সঙ্গে যুক্ত হওয়াসহ বহু বিচিত্র অভিজ্ঞতায় তার জীবন ছিল পূর্ণ ।

পুরস্কার/সম্মাননা:

কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘জগত্তারিণী স্বর্ণপদক (১৯৪৫), ভারত সরকার প্রদত্ত ‘পদ্মভূষণ (১৯৬০) উপাধি লাভ।রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি.লিট (১৯৬৯) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে ডি.লিট. (১৯৭৪) ডিগ্রি প্রদান করেন৷ তাছাড়া ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক কবিকে ‘একুশে পদক’ প্রদান করেন।

মৃত্যুবরণ :

১৯৭৬ সালে ২৯ আগস্ট। ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ ।

কাব্যগ্রন্থ:

অগ্নি-বীণা, বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী, ফণি-মনসা, জিঞ্জির, সন্ধ্যা, দোলনচাঁপা, ছায়ানট, চক্রবাক, পুবের হাওয়া, ঝিঙে ফুল । উপন্যাস: বাঁধন-হারা, মৃত্যু-ক্ষুধা, কুহেলিকা ।

গল্পগ্রন্থ:

ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, পদ্মগোখরা, জিনের বাদশা। নাটক: ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা ।

প্রবন্ধগ্রন্থঃ

যুগবাণী,দুর্দিনের যাত্রী, রাজবন্দীর জবানবন্দী ধূমকেতু। গানের সংকলন: চোখের চাতক, নজরুল গীতি, গানের মালা,নজরুল স্বরলিপি,গীতিশতদল,সুর-মুকুর।

পত্রিকা:

ধূমকেতু, লাঙ্গল, দৈনিক নবযুগ তার সম্পাদিত পত্রিকা

কবি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি

★ বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা- কাজী নজরুল ইসলাম।

★ রণসঙ্গীত হিসেবে মূল কবিতাটির গৃহীত চরণ সংখ্যা- ২১।

★ ‘সন্ধ্যা’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত রণসঙ্গীতটি ‘নতুনের গান’ শিরোনামে ঢাকার ‘শিখা’ পত্রিকায় প্রকাশিত হয় ১৯২৮ সালে।

★ ‘অগ্নি-বীণা’ কাব্যগ্রন্থের প্রথম কবিতা- প্রলয়োল্লাস।

★ নজরুলের প্রথম প্রকাশিত কবিতা – মুক্তি।

★ নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ – অগ্নি-বীণা।

★ নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধ – তুর্কমহিলার ঘোমটা খোলা।

★ নজরুলের প্রথম প্রকাশিত উপন্যাস – বাঁধন-হাৱা।

★ নজরুলের প্রথম প্রবন্ধগ্রন্থ – যুগ-বাণী।

★ নজরুলের পত্রোপন্যাসের পর্যায়ভুক্ত বাঁধন-হারা।

★ নজরুলের প্রথম নিষিদ্ধকৃত কাব্যগ্রন্থ- বিষের বাঁশি।

★ নজরুলের মোট নিষিদ্ধকৃত গ্রন্থ ৫টি। যথা: বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী।

★ তিনি ‘অগ্নি-বীণা’ উৎসর্গ করেন বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে।

★ বিবিসি’র বাংলা বিভাগ কর্তৃক পরিচালিত জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় নজরুলের স্থান তৃতীয়।

★ ‘ধূমকেতু’ পত্রিকার পূজা সংখ্যায় ‘আনন্দময়ীর আগমনে’ কবিতাটি প্রকাশিত হওয়ায় ব্রিটিশ সরকার তাকে ১ বছরের কারাদণ্ড দেয়।

★ কাজী নজরুল ইসলাম প্রথম ঢাকা আসেন – ১৯২৯ সালে জুন মাসে। দ্বিতীয় বার আসেন ১৯৭২ সালের ২৪ মে ভারত সরকারের অনুমতিক্রমে কবিকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়।

সাম্যবাদীকবিতা সম্পর্কিত তথ্যাবলি

★ আবদুল কাদির সম্পাদিত বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘নজরুল রচনাবলি’র প্রথম খন্ড থেকে ‘সাম্যবাদী’ কবিতাটি সংকলন করা হয়েছে।

★ ‘সাম্যবাদী’ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।

★ পারস্যদেশের বা ইরানের নাগরিকদেরকে বলা হয়- পার্সি ।

★ ‘গারো’ বলতে বোঝায় গারো পর্বতের অধিবাসী। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিশেষ।

★ পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ – আবেস্তা।

★ আবেস্তার ভাষা জেন্দা।

★ সকল ধর্মগ্রন্থের মূলসুর- মানবতাবোধ, সমতার দৃষ্টিভঙ্গি।

★ প্রাচীন হিব্রু বা জু-জাতিদের বলা হয় – ইহুদি ।

★ ‘গাহি সাম্যের গান’ শব্দটি কবিতায় ২ বার উল্লেখ করা হয়েছে।

★ কবির মতে পথে তাজা ফুল ফোটে।

আরো পড়ুনঃ

* ‘সাম্যবাদী’ কবিতায় উল্লেখকৃত মুসলমানদের ধর্মীয় স্থানের নাম – মক্কা, মদিনা, জেরুজালেম।

★ কবির ভাষ্য অনুযায়ী সকল দেবতার বিশ্বমন্দির – অন্তরে। ★ মানুষ মৃত-পুঁথি-কঙ্কালে দেবতা ঠাকুর খুঁজে বেড়ায়।

★ ঈসা মুসা হৃদয়ে সত্যের পরিচয় পেলেন।

* হৃদয় মন্দিরে রাজমুকুট লুটিয়ে পড়ে।

* কবি আরব-দুলাল বলে আখ্যা দিয়েছেন- হযরত মুহম্মদ (স.)।

★ বুদ্ধদেব হৃদয়ের ধ্যান-গুহা মাঝে বসে মানববেদনায় সাড়া দেন।

★ ‘বাঁশির কিশোর – শ্রীকৃষ্ণ।

★ হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির কাবা নাই।

★ ‘সাম্যবাদী’ কবিতায় ‘বন্ধু’ শব্দটি ২ বার উল্লেখ করা হয়েছে।

★ মুসলমানদের নিকট জেরুজালেম ‘বায়তুল মোকাদ্দস’ নামে পরিচিত।

★ কন্দর’ অর্থ পর্বতের গুহা।

★ জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত।

★ ‘সাম্য’ শব্দের অর্থ – সমতা, সমদর্শিতা।

★ ‘ঝুট’ শব্দরে অর্থ – মিথ্যা।

এইচএসসি সাম্যবাদী কবিতার লেকচার শীটটি ডাউনলোড করুন :

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top